Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি
বিভিন্ন সূত্রের পাশাপাশি অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) একটি পোস্ট থেকে জানা গিয়েছিল যে, তাঁর প্রিয় বন্ধুই হয়েছেন জনপ্রিয় স্টান্ট গেম শোয়ের বিজয়ী।
![Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি Khatron ke Khiladi 11 Finale winner arjun bijlani, know in details Khatron Ke Khiladi 11 Finale: দিব্যাঙ্কা ত্রিপাঠিকে হারিয়ে 'খতরো কে খিলাড়ি'র ট্রফি জিতলেন অর্জুন বিজলানি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/27/300b21035197033da7de0fd2a144404f_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : অপেক্ষার অবসান। অভিনেতা অর্জুন বিজলানিই হলেন বহু প্রতীক্ষিত 'খতরো কে খিলাড়ি'র বিজয়ী। গ্র্যান্ড ফিনালে শুরু হওয়ার পর থেকেই একে একে বিদায় নিতে শুরু করেন, রাহুল বৈদ্য, দিব্যাঙ্কা ত্রিপাঠি, শ্বেতা তিওয়ারি। শেষ পর্যায়ে দিব্যাঙ্কা ত্রিপাঠির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ হাসি হাসলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানিই। দ্বিতীয় স্থানে শেষ করলেন দিব্যাঙ্কা ত্রিপাঠি। এবং তৃতীয় স্থানে শেষ করলেন বিশাল আদিত্য সিংহ।
বিজয়ীর হওয়ায় অভিনেতা অর্জুন বিজলানি ট্রফি ছাড়াও বাড়ি নিয়ে গেলেন মারুতির পক্ষ থেকে নতুন একটি গাড়ি এবং নগদ ২০ লক্ষ টাকা। ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যায় ভাসতে শুরু করেছেন অভিনেতা।
আগেই সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে অফিশিয়ালি জানিয়ে দেওয়া হয়েছি যে, ২৫ এবং ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় দেখা যাবে 'খতরো কে খিলাড়ি সিজন ১১'-র গ্র্যান্ড ফিনালে। ওই দুদিন গ্র্যান্ড ফিনালের এপিসোড সম্প্রচারিত হলেও, ফাইনালের শ্যুটিং ইতিমধ্যেই শেষ হয়ে যায় প্রতিযোগীদের। আর তাই নিশ্চিতও হয়ে গিয়েছিল বিজয়ীর নাম। বিভিন্ন সূত্রের পাশাপাশি অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) একটি পোস্ট থেকে জানা গিয়েছিল যে, তাঁর প্রিয় বন্ধুই হয়েছেন জনপ্রিয় স্টান্ট গেম শোয়ের বিজয়ী। শুধু অভিনেত্রীর পক্ষ থেকেই নয়, বিজয়ী প্রতিযোগীর স্ত্রীও 'খতরো কে খিলাড়ি'র ট্রফির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছিলেন। ফলে সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই জানা যাচ্ছিল যে, অভিনেতা অর্জুন বিজলানিই জিতেছেন জনপ্রিয় রিয়েলিটি শোয়ের ট্রফি।
প্রসঙ্গত, 'খতরো কে খিলাড়ি' মানেই দুর্দান্ত সমস্ত স্টান্ট গেম। যাতে পারফর্ম করতে দেখা যায় তারকাদের। বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেট্টির সঞ্চালনায় জমজমাট রিয়েলিটি শো এই মুহূর্তে সমস্ত শো-কে পিছনে ফেরে টিআরপি-র নিরিখে এক নম্বরে রয়েছে 'খতরো কে খিলাড়ি সিজন ১১'। মৌনী রায়ের পাশাপাশি অর্জুন বিজনালির স্ত্রী নেহা স্বামী বিজলানিও তাঁর ইনস্টাগ্রাম পেজে 'খতরো কে খিলাড়ি'-র ট্রফির ছবি পোস্ট করে লিখেছিলেন, 'জান তোমার জন্য আমি খুবই গর্বিত। আমি জানি, তুমি ঠিক কী কী করেছো। তুমি পৃথিবীর সমস্ত সুখ পাওয়ার যোগ্য।' ফলে সব মিলিয়ে বোঝাই যাচ্ছিল যে রোহিত শেট্টি সঞ্চালিত রিয়েলিটি শোয়ের ট্রফি দখল করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা এবং সঞ্চালক অর্জুন বিজলানি। সেই খবরে শিলমোহর পড়ল। জনপ্রিয় স্টান্ট গেম শো 'খতরো কে খিলাড়ি'র চলতি সিজনের বিজয়ী হলেন অর্জুন বিজলানি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)