Khela Jokhon: ৪ ডিসেম্বর টানটান অ্যাকশন থ্রিলারে ফিরছে 'গানের ওপারে'-র অর্জুন মিমির জুটি
Khela Jokhon Update: এই গল্পের শুরু হয় একটা ভয়াবহ দুর্ঘটনা দিয়ে। গল্পের মূল চরিত্র, মিমি এই দুর্ঘটনার স্বীকার হয়। কিন্তু এই দুর্ঘটনার উৎস খুঁজতে গিয়েই শুরু হয় বিপত্তি।
![Khela Jokhon: ৪ ডিসেম্বর টানটান অ্যাকশন থ্রিলারে ফিরছে 'গানের ওপারে'-র অর্জুন মিমির জুটি Khela Jokhon: Mimi Chakraborty, Arjun Chakraborty's Khela Jokhon is going to release at Dec 4 Khela Jokhon: ৪ ডিসেম্বর টানটান অ্যাকশন থ্রিলারে ফিরছে 'গানের ওপারে'-র অর্জুন মিমির জুটি](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/10/76f0d649ceb524b2637c80d2c39d71db166808004590349_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: চলতি বছরেই মুক্তি পাবে মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee) অভিনীত, অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত ছবি খেলা যখন। ডিসেম্বরের প্রথমেই, ২ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।
এসভিএফ, ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা ও রাজপ্রতিম ভেঞ্চার্সের সঙ্গে হাত মিলিয়ে মুক্তি পাচ্ছে এই ছবি। এই গল্পের শুরু হয় একটা ভয়াবহ দুর্ঘটনা দিয়ে। গল্পের মূল চরিত্র, মিমি এই দুর্ঘটনার স্বীকার হয়। কিন্তু এই দুর্ঘটনার উৎস খুঁজতে গিয়েই শুরু হয় বিপত্তি। প্রত্যেক মুহূর্তে নানা প্রতিকূলতা পেরিয়ে, গল্পের ঊর্মি কি খুঁজে পাবে নিজের পরিচয়? সেই উত্তর পাওয়া যাবে গল্পে।
এই ছবিতে মিমির সঙ্গে দেখা যাবে অর্জুনকে। রূপোলি পর্দায় প্রথমবার মিমি ও অর্জুনকে জুটি বাঁধতে দেখা গিয়েছিল 'বাপি বাড়ি যা' ছবিতে। এরপর বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ক্রিসক্রস' (Criscross) ছবির একটি গল্পে অর্জুনের বিপরীতে দেখা গিয়েছিল মিমিকে। তবে অর্জুন ও মিমির জুটি জনপ্রিয়তা পেয়েছিল অনেক আগেই। ছোটপর্দায় ঋতুপর্ণ ঘোষ (Rituparno Ghosh) পরিচালিত 'গানের ওপারে' ধারাবাহিকে দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল এই জুটি। সেই তো প্রথম মিমি আর অর্জুনের পর্দার সঙ্গে আলাপ।
আরও পড়ুন: Jacqueline Fernandez: পক্ষপাতিত্বমূলক আচরণ, কেন গ্রেফতার করা হল না জ্যাকলিনকে! ইডি-কে প্রশ্ন আদালতের
এই ছবিতে মিমির বিপরীতে দেখা যাবে অর্জুনকে। এই ছবি অবশ্য প্রেমের গল্প নয়। টানটান এই থ্রিলারে রীতিমতো অ্যাকশন সিকোয়েন্সও দেখা যাবে। অরিন্দম শিল একবার জানিয়েছিলেন, 'খেলা যখন' তাঁর অন্যতম স্বপ্নের প্রোজেক্ট।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)