![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Khoraj Mukherjee: 'ঋতুপর্ণা সেনগুপ্ত অমৃতি' খরাজের মন্তব্য নিয়ে বিতর্কের জেরে ক্ষমা চাইলেন অভিনেতা
Khoraj Mukherjee: রসিক খরাজ বিভিন্ন অভিনেতারই এক একটি মিষ্টি নাম দিয়েছিলেন। যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন রাবড়ি, স্বাতীলেখা সেনগুপ্তকে পান্তুয়া। 'বেলাশুরু'-তে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত
![Khoraj Mukherjee: 'ঋতুপর্ণা সেনগুপ্ত অমৃতি' খরাজের মন্তব্য নিয়ে বিতর্কের জেরে ক্ষমা চাইলেন অভিনেতা Khoraj Mukherjee: Khoraj Mukherjee says sorry to Rituparna Sengupta for the controversy of his commnet Khoraj Mukherjee: 'ঋতুপর্ণা সেনগুপ্ত অমৃতি' খরাজের মন্তব্য নিয়ে বিতর্কের জেরে ক্ষমা চাইলেন অভিনেতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/c9547aa3821a77bedaa3fdf251610f93_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ছোট্ট একটা কথা আর তাই নিয়ে তোলপাড়। সদ্য টিম 'বেলাশুরু'-র তরফ থেকে একটি ভিডিও বানানো হয়েছিল। সেখানে ছিল খরাজ মুখোপাধ্য়ায়ের একটা ছোট্ট সাক্ষাৎকার। খরাজকে বলা হয়েছিল, 'বেলাশুরু'-র বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের কোনও একটি মিষ্টির সঙ্গে তুলনা করতে।
রসিক খরাজ বিভিন্ন অভিনেতারই এক একটি মিষ্টি নাম দিয়েছিলেন। যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়কে বলেছিলেন রাবড়ি, স্বাতীলেখা সেনগুপ্তকে পান্তুয়া। 'বেলাশুরু'-তে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁর নাম দিতে গিয়ে খরাজ মুখোপাধ্যায় বলেছিলেন অমৃতি। সেই কথা নিয়েই যে বিতর্ক শুরু হয়ে যাবে, তা বোধহয় ঘুণাক্ষরেও ভাবতে পারেননি খরাজ।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা করেন খরাজ। বলেন, তিনি পর্দা বা মঞ্চ এক এক জায়গায় এক এক রকম অভিনয় করেন, তাঁর সেটে আসার সময়ও বোঝা যায় না সহজে। খরাজের অমৃতি মন্তবের সরলীকরণ করে নেটিজেনরা ঋতুপর্ণাকে বেঁধায় আহত হয়েছেন অভিনেতা। এদিন ভিডিওতে খরাজ বলেন, ‘‘ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকা ঋতুপর্ণা। উত্তমকুমারের মৃত্যুর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবশ্রী রায়, তাপস পাল, অভিষেক চট্টোপাধ্যায়রা মিলে বাংলা বিনোদন দুনিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছেন। তাই আজও অভিনেত্রী আমার চোখে ‘দেবী লক্ষ্মী'।’’
আরও পড়ুন: Aya Khuku Aye: দাপুটে এমএলএ পুতুল রাণী বাগচির চরিত্রে সোহিনী সেনগুপ্ত, জানালেন প্রসেনজিৎ
এই ভিডিও পোস্ট করে দর্শক লেখেন, 'প্রিয় দর্শক, আমরা শিল্পী। আপনাদের আমরা মাথায় রাখি। ভুলে যাবেন না, শুধু আপনাদের বিনোদনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছি। দয়া করে আমাদের বিরুদ্ধে কিছু বলার আগে, একবার সে কথাটা মনে রাখবেন।' (অপরিবর্তিত)
তাঁর মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হয়েছেন ঋতুপর্ণা সেই কথা উল্লেখ করে ক্ষমা চান খরাজ। সেইসঙ্গে অভিনেতার পাল্টা প্রশ্ন, অনেকেই বলেন ‘বুম্বাদা’ বা ঋতুপর্ণা নাকি বাড়তি প্রতিপত্তি খাটিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন। অনেককে উঠতে দেননি। ওঁদের পাশাপাশি আরও অনেক অভিনেতা, অভিনেত্রী কাজ করতে এসেছিলেন। তাঁদের সামনেও এই একই রাস্তা খোলা ছিল। তাঁরা কেন তাঁদের প্রভাব বিস্তার করতে পারলেন না?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)