Sridevi Death Anniversary: শ্রীদেবীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে ছোটবেলার ছবি পোস্ট মেয়ে খুশির
Sridevi Death Anniversary: ১৯৬৩ সালে জন্ম হয় শ্রীদেবীর। হিন্দি ছবির অত্যন্ত পরিচিত মুখ। 'চাঁদনী', 'লমহে', 'মিস্টার ইন্ডিয়া', 'চালবাজ', 'নাগিনা', 'সদমা', 'ইংলিশ ভিংলিশ' ইত্যাদির মতো অজস্র ছবিতে কাজ।
মুম্বই: দেখতে দেখতে চার বছর পার। বলিউড 'চাঁদনি' হারা। ২৪ ফেব্রুয়ারি ২০১৮ সালে মৃত্যু হয় অভিনেত্রী শ্রীদেবী (Sridevi)। বৃহস্পতিবার, তাঁর মৃত্যুবার্ষিকীতে নিজের ইনস্টাগ্রামের মায়ের একটি পুরনো ছবি পোস্ট করেন খুশি কপূর (Khushi Kapoor)।
খুশি কপূর এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন যখন তিনি একেব্বারে ছোট্ট ছিলেন। খুদে খুশিকে দেখা যায় মায়ের কোলে। মুখে চওড়া হাসি। মা-মেয়ে পোজ দিচ্ছিলেন ক্যামেরায়। ছবিটি পোস্ট করে কিছুই লেখেননি খুশি। শুধু একটি সাদা হার্ট ইমোজি ক্যাপশনে দেন তিনি।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে মৃত্যু হয় শ্রীদেবীর। সেখানে পরিবারের সঙ্গে একটি অনুষ্ঠানে যান অভিনেত্রী।
১৯৯৬ সালে প্রযোজক বনি কপূরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শ্রীদেবী। তাঁদের দুই সন্তান, জাহ্নবী ও খুশি (Janhvi Kapoor and Khushi Kapoor)।
১৯৬৩ সালে জন্ম হয় শ্রী আম্মা ইয়ঙ্গার আয়াপ্পান ওরফে শ্রীদেবীর। হিন্দি ছবির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন তিনি। 'চাঁদনী' (Chandni), 'লমহে' (Lamhe), 'মিস্টার ইন্ডিয়া' (Mr India), 'চালবাজ' (Chaalbaaz), 'নাগিনা' (Nagina), 'সদমা' (Sadma), 'ইংলিশ ভিংলিশ' (English Vinglish) ইত্যাদির মতো অজস্র ছবিতে কাজ করেছেন তিনি।
আরও পড়ুন: Kiara-Vijay Update: এবার জুটি বাঁধছেন কিয়ারা আডবাণী - বিজয় দেবেরাকোন্ডা, খবর সূত্রের
'পদ্মশ্রী' সম্মান প্রাপ্ত অভিনেত্রী শুধু হিন্দিই নয়, কাজ করেছিলেন তামিল, তেলুগু, মালয়লম, কন্নড় ছবিতেও। তাঁর শেষ ছবি ছিল 'মম'। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মরণোত্তর জাতীয় পুরস্কার পেয়েছিলেন।
উল্লেখ্য খুশি কপূর প্রথমে মডেল হতে চেয়েছিলেন। তবে তিনি এখন বলিউডে তাঁর দৃষ্টি রেখেছেন। তাঁর বোন জাহ্নবীর মতোই তিনি সিনেমায় অভিনয় করতে চান। তিনি বর্তমানে অপেক্ষা করছেন তাঁর বলিউড অভিষেকের। তারকা কিড প্রায়ই চলচ্চিত্র নির্মাতা জোয়া আখতারের সাথে ফাটল ধরে। খুশির ডেবিউ সিনেমায় শাহরুখ খানের মেয়ে সুহানা খানকেও দেখা যাবে। ছবিটি কমিক বুক আর্চির একটি রূপান্তর।