Audi 1st Female Brand Ambassador: 'অডি' সংস্থার প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন কিয়ারা আডবাণী
Audi 1st Female Brand Ambassador: কিয়ারা এই সংস্থার প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কিয়ারা যোগ দিলেন বিরাট কোহলিদের দলে। এর আগে এই ব্র্যান্ডের সঙ্গে বিরাটের চুক্তি ছিল।
নয়াদিল্লি: জনপ্রিয় বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani) এবার জার্মান লাক্সারি গাড়ি তৈরির সংস্থা 'অডি'র (German luxury carmaker Audi) ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন। কিয়ারাই ওই সংস্থার প্রথম মহিলা অভিনেত্রী ব্র্যান্ড অ্যাম্বাসাডার। 'অডি' সংস্থার অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর ঘোষণা করা হয়। লেখা হয়, 'অগ্রগতি এবং সৃজনশীলতা একসঙ্গে চলে। কিয়ারা আডবাণীকে অডি এক্সপিরিয়েন্সে স্বাগত জানাই।'
View this post on Instagram
কিয়ারা এই সংস্থার প্রথম মহিলা ব্র্যান্ড অ্যাম্বাসাডার। কিয়ারা যোগ দিলেন বিরাট কোহলিদের দলে। এর আগে এই ব্র্যান্ডের সঙ্গে বিরাটের চুক্তি ছিল।
ছবিতে অভিনেত্রীর পিছনে দেখা যাচ্ছে ২০২০ সালে ফেব্রুয়ারিতে লঞ্চ হওয়া 'অডি এ৮এল' (Audi A8L) গাড়ি।
অন্যদিকে 'যুগ যুগ জিও' (Jug Jugg Jeeyo) ছবিতে এরপর দেখা যাবে কিয়ারাকে। তাদের গোটা টিম সম্প্রতি মস্কো থেকে শ্যুটিং সেরে ফিরেছে। সেখানে শ্যুটিং লোকেশন থেকে ভিডিও পোস্ট করেন অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan) ও অভিনেত্রী কিয়ারা আডবাণী (Kiara Advani)। তাঁরা দু'জনেই সেই সময়ে মস্কোয় (Moscow) শ্যুটিং করছিলেন।