Gangubai Kathiawadi: বিশ্বের দরবারে 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', আলিয়া অভিনীত ছবি দেখানো হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
Gangubai Kathiawadi: বলিউড সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন। ট্যুইট করে তিনি লেখেন, 'বার্লিন ফিল্ম ফেস্টে "গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি"র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।'
নয়াদিল্লি: আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবিটি দেখানো হবে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে 'বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Berlin International Film Festival)-এ। পরিচালক সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত ছবিটির এই চলচ্চিত্র উৎসবে বিশ্বের দরবারে স্ক্রিনিং হবে।
আত্মজীবনীমূলক এই ড্রামা ঘরানার ছবিটি 'বার্লিনেল স্পেশাল'-এর অংশ হওয়ার ডাক পেয়েছে। এটি ওই চলচ্চিত্র উৎসবের একটি নির্দিষ্ট অংশ যেখানে উদাহরণ সৃষ্টিকারী বিভিন্ন ছবি দেখানো হয়। এই বছর উদ্যোক্তারা এই অংশে সেই সমস্ত ছবি দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন যেগুলি করোনা অতিমারীর আবহে শ্যুট করা হয়েছে।
বলিউড সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। ট্যুইট করে তিনি লেখেন, 'বার্লিন ফিল্ম ফেস্টে "গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি"র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।' ৭২ তম বার্লিন চলচ্চিত্র উৎসবে গোটা বিশ্ব দেখতে পাবে এই ছবি।
'GANGUBAI KATHIAWADI' TO HAVE WORLD PREMIERE AT BERLIN FILM FEST... #SanjayLeelaBhansali's #GangubaiKathiawadi - starring #AliaBhatt and #AjayDevgn - to have its world premiere at 72nd Berlin International Film Festival. #PEN pic.twitter.com/4KnA4MfMQy
— taran adarsh (@taran_adarsh) December 15, 2021
ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই ২৫ বছর পূরণ করে ফেলেছেন সঞ্জয় লীলা বনশালী। তিনি উচ্ছ্বসিত ছবি প্রদর্শনীর ব্যাপারে। তিনি জানান, তাঁর এই ছবির গল্প খুবই হৃদয়ের কাছের।
আরও পড়ুন: Bollywood Update: মায়ের পর এবার করোনা আক্রান্ত তারকা-কন্যা শানায়া কপূর
একটি বিবৃতি দিয়ে সঞ্জয় জানান, 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির গল্পটি আমার হৃদয়ের খুব কাছাকাছি ছিল এবং আমি এবং আমার গোটা টিম এই স্বপ্নকে সম্ভব করার জন্য সবকিছু দিয়েছি। বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবি দেখানোর খবরে আমরা গর্বিত ও সম্মানিত।'
'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিটি মুক্তি পাচ্ছে ১৮ ফেব্রুয়ারি ২০২২। ছবির নাম চরিত্রে অভিনয় করবেন আলিয়া ভট্ট, এছাড়া অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগণকে।