(Source: ECI/ABP News/ABP Majha)
Kiara Advani: কী করলে বিবাহবিচ্ছেদ কমবে? জানালেন কিয়ারা
Jug Jug Jeeyo: সামনেই মুক্তি পাবে 'যুগ যুগ জিও'। এই ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নিজের মত দিলেন কিয়ারা আডবাণী।
মুম্বই: বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। প্রথম সারির অভিনেতাদের থেকে বর্তমান প্রজন্মের তারকাদের সঙ্গে জুটি বাঁধছেন পর্দায়। বক্স অফিসে সাফল্যও পাচ্ছে তাঁর ছবি। বলা ভালো, এই মুহূর্তের বলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে কিয়ারা আডবাণী অন্যতম। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। কেরিয়ারের প্রায় শুরু থেকেই কিছুটা বেছে-বেছে ছবি করছেন কিয়ারা। গত বছর মুক্তি পেয়েছিল তাঁর ছবি 'শেরশাহ'। এই ছবিতে সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে জুটি বেঁধেছিলেন পর্দায়। পর্দায় তাঁদের রসায়ন ছিল বাস্তব জীবনের মতোই। ছবিটি সিনেমা হলে মুক্তি না পেলেও ওটিটি প্ল্যাটফর্মে পারফরম্যান্স ছিল নজরকাড়া। আবার চলতি বছরে ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে 'ভুলভুলাইয়া টু'। যা প্রায় ২০০ কোটির ক্লাবের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। সামনেই মুক্তি পাবে 'যুগ যুগ জিও' (Jug Jug Jeeyo)। এই ছবির প্রচারে এসে এক সাক্ষাৎকারে বর্তমান প্রজন্মের বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে নিজের মত দিলেন অভিনেত্রী। জানালেন, কী কারণে বর্তমান প্রজন্ম এত বেশি বিবাহবিচ্ছেদের (Divorce) দিকে ঝুঁকছে।
বলিউডে সাফল্য প্রসঙ্গে কিয়ারা আডবাণী-
বক্স অফিসে তাঁর একের পর এক ছবি সফল হচ্ছে। এই মুহূর্তে কেরিয়ারের মধ্যগগনে রয়েছেন কিয়ারা আডবাণী। বি টাউনে নিজেকে সফল অভিনেত্রী করে তোলার প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'অবশ্যই এই সাফল্যে আমি অত্যন্ত খুশি। দর্শকদের এই ভালোবাসার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাতে চাই। 'শেরশাহ' ছবিতে ডিম্পল চরিত্রটিকে মানুষ খুবই পছন্দ করেছিল। সত্যি ঘটনা অবলম্বনে যেভাবে ছবিটি তৈরি করা হয়েছিল, তা পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আর তার জন্য় প্রশংসা পাওয়ায় আমার নিজের প্রতি বিশ্বাস আরও বেড়ে গিয়েছে। এরইসঙ্গে 'ভুলভুলাইয়া টু'-এর বক্স অফিস কালেকশনও বুঝিয়ে দিয়েছে যে, সেটিও দর্শকের কতটা ভালো লেগেছে। অনুরাগীদের কাছ থেকে এই ভালোবাসা পাওয়া আমার কাছে সৌভাগ্যের। দুটো ছবি থেকেই আমার প্রত্যাশা অনেক ছিল। আর দর্শকেরা সেই প্রত্যাশা পূরণ করেছেন।'
আরও পড়ুন - Pushpa 2: 'পুষ্পা টু'-তে কি মারা যাবেন শ্রীভল্লি? উত্তর দিলেন প্রযোজক
বিবাহবিচ্ছেদ নিয়ে নিজের মত দিলেন কিয়ারা-
আগামীকাল অর্থাৎ ২৪ জুন মুক্তি পাবে 'যুগ যুগ জিও'। এই ছবিতে বরুণ ধবনের সঙ্গে জুটি বেঁধেছেন কিয়ারা আডবাণী। ছবির ট্রেলার, টিজার এবং কয়েকটি গান মুক্তি পেয়েছে ইতিমধ্যেই। ট্রেলারে যতটুকু আভাস পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে, কিয়ারা এবং বরুণের চরিত্র দুটি নিজেদের বিবাহবিচ্ছেদ নিয়ে লড়াই করছে। ছোটবেলার প্রেমিককে বিয়ে করলেও তারা বিবাহিত জীবনে ইতি টানার সিদ্ধান্ত নিচ্ছে। পাশাপাশি এই ছবিতে বিয়ের তুলনায় বিবাহবিচ্ছেদকে বেশি করে দেখানো হয়েছে। কেন বর্তমান প্রজন্ম এত বেশি বিবাহবিচ্ছেদের দিকে ঝুঁকছে? কী করলেই বা এই বিবাহবিচ্ছেদ এড়ানো যেতে পারে, সেই প্রসঙ্গে নিজের মত দিলেন কিয়ারা। তিনি বলেন, 'বর্তমান প্রজন্মের দম্পতিদের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে। আর রয়েছে কথা বলার অভাব। এটাই মূল কারণ বিবাহবিচ্ছেদের। যখন আমরা সঙ্গীর সঙ্গে ঝগড়া করি। তখন এটা প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠি যে, আমি কতটা ঠিক। উল্টোদিকের মানুষটার কথা ভাবিও না। পেশাগত এবং ব্যক্তিগত জীবনে সবাইকেই ভারসাম্য বজায় রেখে চলতে হয়। আর এই বোঝাপড়ার অভাবের কারণেই বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে বলে আমার মনে হয়।'