এক্সপ্লোর
Advertisement
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শাহরুখের বাংলার শিক্ষিকা হলেন রাখী গুলজার, ভিডিও ভাইরাল
বলিউড তারকা শাহরুখ খান ও প্রবীণ অভিনেত্রী রাখী গুলজারের কথপোকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ১৯৯৩-র সুপারহিট সিনেমা ‘বাজিগর’-এ মা ও ছেলের ভূমিকা অভিনয় করেছিলেন রাখী ও শাহরুখ। সিনেপ্রেমীদের কাছে তাঁদের আবেগপূর্ণ বন্ধনের স্মৃতিই শুধু উস্কে দেয়নি ওই ভিডিও, সেইসঙ্গে তা বেশ মজাদারও।
কলকাতা: পঁচিশে পা দিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গোটা স্টেডিয়াম জুড়ে যেন চাঁদের হাট বসেছিল।আর তারই মাঝে কিছু টুকরো টুকরো ঘটনা আলাদাভাবে নজর কেড়ে নেয়। যেমন, মঞ্চেই বলিউড তারকা শাহরুখ খান ও প্রবীণ অভিনেত্রী রাখী গুলজারের কথপোকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ১৯৯৩-র সুপারহিট সিনেমা ‘বাজিগর’-এ মা ও ছেলের ভূমিকা অভিনয় করেছিলেন রাখী ও শাহরুখ। সিনেপ্রেমীদের কাছে তাঁদের আবেগপূর্ণ বন্ধনের স্মৃতিই শুধু উস্কে দেয়নি ওই ভিডিও, সেইসঙ্গে তা বেশ মজাদারও।
রাখি গুলজার মঞ্চেই শাহরুখকে বাংলা শেখালেন। শাহরুখকে বলতে বললেন, ‘ও আমার দেশের মাটি তোমার পায়ে ঠেকাই মাথা’। বাধ্য ছেলের মতোই তা বলে গেলেন শাহরুখ।
রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত গানের প্রত্যেকটি শব্দ জোরে জোরে উচ্চারণ করলেন রাখী। তা শুনে শুনে বলে গেলেন শাহরুখ।
বলা শেষ হয়ে গেলে, শাহরুখের মজা করেই বললেন, বলে তো দিলাম, কিন্তু কী যে বললাম কিছুই বুঝলাম না। তা শুনে সবাই হেসে ফেলেন। শাহরুখ আরও বলেন, ‘বাজিগর’ সিনেমায় রাখীজির সঙ্গে কাজ করছিলেন এবং বিশ্বের সবচেয়ে সুন্দর মহিলা পাশে দাঁড়ানোর জন্য এটা ছিল অজুহাত মাত্র। রূপোলি পর্দায় মা-এর ভূমিকায় থাকা প্রবীণ অভিনেত্রীকে এভাবেই শ্রদ্ধা নিবেদন করলেন শাহরুখ।The dignitaries, the audience everyone is in awe as Rakhi Ji teaches SRK to speak in Bangla ❤️ And the words of SRK sound the sweetest, RT if you agree pic.twitter.com/pwJAylQihk
— SRK Universe Fan Club (@SRKUniverse) November 8, 2019
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement