এক্সপ্লোর
যুবির প্রাক্তন বান্ধবী, কিম শর্মাকে অন্য নারীর জন্যে কার্যত নিঃস্ব করে ছেড়ে দিলেন তাঁর স্বামী
মুম্বই: শাহরুখ-ঐশ্বর্য অভিনীত ‘মহব্বতে’ ছবিতে ছিল আরও তিনজন নায়ক ও নায়িকা। তিন নায়িকার অন্যতম ছিলেন কিম শর্মা। বলিউডি ছবিতে অভিনয় করা ছাড়াও তাঁর আরও একটি পরিচয় ছিল। তিনি ছিলেন ক্রিকেটার যুবরাজ সিংহের বান্ধবীও। কিন্তু ভাগ্যের ফেরে আজ তিনি নিঃস্ব। সম্প্রতি জানা গিয়েছে, অন্য এক নারীর জন্যে কিমকে তাঁর স্বামী ছেড়ে দিয়েছেন, দেননি এক কানাকড়িও।
সূত্রের খবর, কিমের স্বামী আলি পঞ্জানি সম্প্রতি অন্য এক মহিলার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেই সূত্রের দাবি আলির যখন কিমের সঙ্গে দেখা হয়েছিল, তখন তিনি স্থূলকায় একজন পুরুষ ছিলেন। কিন্তু পরে তাঁকে দেখতে আকর্ষণীয় হয়ে যায়। এরপরই আলি কিমকে ছেড়ে অন্য নারীর কাছে চলে যান।
এইমুহূর্তে কিম মুম্বইয়ে রয়েছেন, এবং নিজের ব্যবসা প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এখন তাঁর নতুন নাম কিমি শর্মা, বাস্তবে এটাই ছিল নায়িকার আসল নাম। নায়িকা কেনিয়ায় পঞ্জানির বাড়ি শুধু ছাড়েননি পদত্যাগ করেছেন পঞ্জানি হোটেল চেইনের সিইও পদ থেকেও। ২০১০ সালে কেনিয়ায় আলি পঞ্জানিকে বিয়ে করেন কিম। মোম্বাসায় তাঁদের রিসেপশন হয়। আলি পঞ্জানি ছিলেন বিজনেস টাইকুন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement