Koffee with Karan: 'কফি উইথ কর্ণ হ্যাম্পার'-এ কী থাকে? জানা গেল অবশেষে
Koffee With Karan Hamper: প্রত্যেক সিজনেই অনুরাগী থেকে প্রতিযোগী সকলের একটা সাধারণ প্রশ্ন থাকে। ওই হ্যাম্পারে আদতে কী রয়েছে? এবার অনুষ্ঠানের সপ্তম সিজনের হ্যাম্পারে কী ছিল, তা জানালেন সঞ্চালক স্বয়ং।
নয়াদিল্লি: ভারতের প্রথম সারির চ্যাট শোয়ের মধ্যে নিঃসন্দেহে অন্য কর্ণ জোহর (Karan Johar) সঞ্চালিত 'কফি উইথ করণ' (Koffee With Karan)। প্রত্যেক সিজনে এই অনুষ্ঠানে হাজির হন সিনে দুনিয়ার তাবড় তারকারা। তাঁদের সঙ্গে একেবারে মনখোলা আলোচনায় মাতেন পরিচালক-প্রযোজক কর্ণ জোহর। তাঁদের এই মজার আলোচনা পর্ব বেশ উপভোগই করেন দর্শক। বিতর্কও কম তৈরি হয়নি এই অনুষ্ঠানকে ঘিরে। তবে কেবল আলোচনাই নয়, এই অনুষ্ঠানে থাকে দুটি বিশেষ খেলাও। যার মধ্যে 'Rapid Fire' রাউন্ড বিশেষ আকর্ষণের। আর সেই রাউন্ডে জিতলে মেলে বিশাল একটি হ্যাম্পার। যাকে বলা হয় 'দ্য কফি উইথ করণ হ্যাম্পার' (the Koffee With Karan Hamper)। কিন্তু কী থাকে সেই হ্যাম্পারে? এবার নিজেই সেই তথ্য ফাঁস করলেন কর্ণ।
কী থাকে 'দ্য কফি উইথ করণ হ্যাম্পার'-এ?
'কফি উইথ করণ'-এর প্রত্যেক সিজনেই অনুরাগী থেকে প্রতিযোগী সকলের একটা সাধারণ প্রশ্ন থাকে। ওই হ্যাম্পারে আদতে কী রয়েছে? এবার অনুষ্ঠানের সপ্তম সিজনের হ্যাম্পারে কী ছিল, তা জানালেন সঞ্চালক স্বয়ং।
ডিজনি প্লাস হটস্টারে এদিন একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যাচ্ছে কর্ণ জোহর একটি হ্যাম্পার খুলে দেখাচ্ছেন দর্শকদের। একে একে দেখা যাচ্ছে হ্যাম্পারের মধ্যের জিনিস। ভিডিওয় কর্ণকে বলতে শোনা যায়, 'আমরা এমন আচরণ করি যেন কফি উইথ করণ হ্যাম্পার পৃথিবীতে জেতার জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার। অবশ্যই, আমরা নিজেদের খুব গুরুত্ব দিই কিন্তু আমরা আমাদের বিশ্বাসে বিভ্রান্ত হয়েছি যে এটি সত্যিই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি বিশ্বাস করি যে এটা তাঁদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ যাঁরা সোফায় এসে বসেন।' এবারের অনুষ্ঠানে 'Rapid Fire' রাউন্ডের বিচারের জন্য বিশেষ বিচারকদের ব্যবস্থা ছিল। তাঁদেরও প্রশংসা করেন কর্ণ।
View this post on Instagram
আরও পড়ুন: Yaariyan 2: আগামী বছরের ১২ মে যশের বলিউড ডেবিউ, মুক্তি পাবে 'ইয়ারিয়াঁ ২'
হ্যাম্পারে মূলত থাকে নামী কোম্পানির গয়না, স্পিকার, এসপ্রেসো মোবাইল, চা ও টি-মেকার সেট, চকোলেট, মিষ্টি ইত্যাদি। এবারের 'কফি উইথ করণ' বেশ জমজমাট চলেছে। অনুষ্ঠানে একাধিক অতিথির মধ্যে ছিলেন রণবীর সিংহ ও আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর ও সারা আলি খান, বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে, সামান্থা রুথ প্রভু ও অক্ষয় কুমার, ভিকি কৌশল ও সিদ্ধার্থ মলহোত্র, গৌরী খান, মহীপ কপূর, ভাবনা পাণ্ডে প্রমুখ।