(Source: ECI/ABP News/ABP Majha)
Kolkata Chalantika: কলকাতার রাস্তায় রথ টানলেন সৌরভ, পাভেল, বললেন, 'কলকাতা চলন্তিকা'-র গল্প
Film Kolkata Chalantika: গতকালই ঘোষণা করে হয়েছে ছবির মুক্তির দিন পরিবর্তনের কথা। পাভেলের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ জুলাই। কিন্তু তার বদলে এই ছবি মুক্তি পাবে আগামী ২৬ অগাস্ট।
কলকাতা: উল্টো রথে কলকাতার রাস্তায় টিম 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। এদিন পার্কসার্কাস ইসকনের মন্দিরে হাজির ছিলেন অভিনেতা সৌরভ দাস (Sourav Das) ও ছবির পরিচালক পাভেল (Pavel)। আর তাঁদের ঘিরে জনতার উচ্ছ্বাস ধরা পড়েছে ক্যামেরায়।
গতকালই ঘোষণা করে হয়েছে ছবির মুক্তির দিন পরিবর্তনের কথা। পাভেলের এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল ১৫ জুলাই। কিন্তু তার বদলে এই ছবি মুক্তি পাবে আগামী ২৬ অগাস্ট। আজ, উল্টোরথের দিন থেকে ছবির প্রচার শুরু করল টিম কলকাতা চলন্তিকা (Kolkata Chalantika)।
আরও পড়ুন: Shabaash Mithu: 'টিভিতে কতবার ইডেনের ম্যাচ দেখেছি', কলকাতার সেই মাঠে এসে মুগ্ধ তাপসী পান্নু
ইতিমধ্যেই 'কলকাতা চলন্তিকা' ছবির পোস্টার মুক্তি পেয়েছে। পোস্টারে ধরা পড়েছিল উড়ালপুল ভেঙে পড়ার এক ভয়ঙ্কর চিত্র। আজ ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করা হল। জানা গিয়েছে, ১৫ জুলাইয়ের পরিবর্তে এই ছবি মুক্তি পাবে আগামী ২৬ অগাস্ট। মাদার টেরেসার জন্মদিনে মুক্তি পাবে এই ছবি। 'কলকাতা চলন্তিকা' ছবিতে বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত প্রমুখ অভিনেতাদের। পরিচালক পাভেল (Pavel) বলেন, 'এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবনের উপর নির্ভর করে। প্রথমদিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি-গলি পথে। দ্বিতীদিন তার পথে ভেঙে পড়ে একটি উড়ালপুল। মুহূর্তের মধ্যে সব বদলে যায়। তৃতীয়দিন আবার সে ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।' 'কলকাতা চলন্তিকা' ছবিটি মুক্তি পাবে 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে। ছবিটি প্রযোজনা করছেন শতদ্রু চক্রবর্তী।
গত ২০১৬ সালে কলকাতা শহরে এমনই এক ভয়াবহ ও মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকেন বহু মানুষ। কত প্রাণ যায়। কত মানুষ প্রিয়জনকে হারান। কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়ে পোস্তা উড়ালপুলের একাংশ। মূলত সেই ঘটনাকে কেন্দ্র করেই এগিয়ে চলবে 'কলকাতা চলন্তিকা'।