'Kolkata Chalantika': ১৬ ফুট উঁচু 'গীতবিতান'-এর ভিতর থেকে মঞ্চে প্রবেশ কলাকুশলীদের, অভিনব প্রচারে 'কলকাতা চলন্তিকা'
'Kolkata Chalantika' Promotion: ২ দিন ধরে তৈরি করা হয়েছে ১৬ ফুটের সেই 'গীতবিতান'-এর রেপ্লিকা। স্টেজেই রাখা ছিল সেটি। আর সেই 'গীতবিতান'-এর ভিতর থেকে ছবির সমস্ত কলাকুশলীরা এলেন স্টেজে।
কলকাতা: মুক্তির অপেক্ষায় পাভেল (Pavel) পরিচালিত 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। জোরকদমে চলছে প্রচার পর্ব। শুরু থেকেই ভিন্ন ধারার প্রচার পর্বে তাক লাগাচ্ছে গোটা টিম। এবার সেই তালিকায় যোগ হল আরও এক ধরন। ১৬ ফুট উঁচু 'গীতবিতান'-এর (Geetabitan) সঙ্গে চলল প্রচারপর্ব।
'গীতবিতান এর দিব্যি' গানের প্রকাশ ও ছবির অভিনব প্রচার
দিন দুই ধরে চলেছে ১৬ ফুট উঁচু 'গীতবিতান' তৈরির কাজ। আর সেই বিশালাকার 'গীতবিতান' বসানো হল মঞ্চে। ছবির কলাকুশলীরা এলেন সেই গীতবিতানের ভিতর থেকেই। অভিনব প্রচার পর্ব টিম 'কলকাতা চলন্তিকা'।
আরও একবার অভিনব প্রচারে 'কলকাতা চলন্তিকা'। ২ দিন ধরে তৈরি করা হয়েছে ১৬ ফুটের সেই 'গীতবিতান'-এর রেপ্লিকা। স্টেজেই রাখা ছিল সেটি। আর সেই 'গীতবিতান'-এর ভিতর থেকে ছবির সমস্ত কলাকুশলীরা এলেন স্টেজে। সঙ্গে শ্রদ্ধা জানানো হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাঁর প্রতিকৃতিতে মালা পরিয়ে ও জলে প্রদীপ ভাসিয়ে মুক্তি পেল ছবির প্রথম গান 'গীতবিতান এর দিব্যি' (Geetabitaner Dibbi)।
একঝাঁক তারকা নিয়ে পরিচালক পাভেল তৈরি করেছেন ছবি 'কলকাতা চলন্তিকা'। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, কিরণ দত্ত, অনামিকা সাহা প্রমুখ।
সদ্য মুক্তিপ্রাপ্ত এই গানটি মূলত প্রেমের। সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনে ভালবাসার মানে, ভালবাসার রূপ একেক ধরনের। তাঁদের প্রেমে পড়া, প্রেমযাপনেও রয়েছে বিস্তর ফারাক। আর এই ছবির ভিন্ন ধারার মানুষের জীবনের প্রেমকাহিনিই শোনাবে এই গান।
ভালবাসার শহরে ভালবাসা কীরকম ধীরে ধীরে গড়ে ওঠে, সম্পর্কগুলি কলকাতার বুকে কীরকম চলতে থাকে তাইই দেখানো হয়েছে গানে। অপরাজিতা আঢ্য এই ছবিতে একজন ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করবেন। তাঁকে প্রতিদিন বাসে একজন জায়গা ছেড়ে দেয় বসার জন্য। তাঁদের ভালোবাসার আভাস মিলবে গানে। অন্যদিকে অফিসে প্রকাশ করতে না পারা দিতিপ্রিয়া আর কিরণ দত্তের ভালবাসার ছোঁয়া মিলবে। আবার ইশা সাহা ও সৌরভ দাস এই সিনেমায় নিম্নবিত্ত গরিব জুটির চরিত্রে অভিনয় করেছেন। তাঁদের ভালবাসা কীভাবে শহরের অলিতে গলিতে মেতে ওঠে, মিশে যায় তা দেখা যাবে। ছবিতে শতাব্দী চক্রবর্তীকে দেখা গিয়েছে একজন সিভিল ইঞ্জিনিয়ারের চরিত্রে। অনির্বাণ চক্রবর্তী, যিনি ট্রেলারে নিজেকে বড্ড একা মানুষ বলেছিলেন তাঁর প্রেমের গল্পও কেমন ছিল এই গানে দেখানো হয়েছে।
আরও পড়ুন: Richa-Ali: এই বছরেই বিয়ে সারতে চলেছেন রিচা চড্ডা ও আলি ফজল? কী জানালেন অভিনেত্রী?
ছবি সম্পর্কে পরিচালক পাভেল বলেন, 'এই গল্পটা শহর কলকাতার তিন দিনের জীবন। প্রথম দিন সে নিজের ছন্দে ছুটে চলে বিভিন্ন অলি গলি পথে। দ্বিতীয় দিনে তার পথে ভেঙে পড়ে একটা ফ্লাইওভার। সব ওলট পালট হয়ে যায়। তৃতীয় দিনে সে আবার ধীরে ধীরে পুরনো ছন্দে ফিরতে শুরু করে।' পাভেলের 'কলকাতা চলন্তিকা' মুক্তি পাবে ২৫ অগাস্ট।