Kolkata Int'l Film Festival: নবান্ন সভাঘর থেকে হবে ভার্চুয়াল উদ্বোধন, ৮ জানুয়ারি শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
উৎসবে দেখানো হবে ৪৫টি দেশের ১৩২টি ছবি, এবার ১ হাজার ১৭০টি ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ১৩২টি...
কলকাতা: করোনা আবহে আগামী ৮ তারিখ থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবার ২৬ তম বছর। উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।
শনিবার শিশির মঞ্চে এক সাংবাদিক বৈঠকে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়, উৎসবের ভার্চুয়াল উদ্বোধন হবে নবান্ন সভাঘরে।
উৎসবে দেখানো হবে ৪৫টি দেশের ১৩২টি ছবি। এবার ১ হাজার ১৭০টি ছবির মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে ১৩২টি।
স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন হলে দেখানো হবে ছবিগুলি। টিকিট বুক করতে হবে অনলাইনে। করোনা আবহে এবারের উৎসবে সশরীরে কোনও অতিথি যোগ দেবেন না। সবা বই অংশ নেবেন ভার্চুয়াল মাধ্যমে।
প্রতি বছর নভেম্বর মাসে শুরু হয় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিন্তু, করোনা আবহে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।
গত ২৮ অক্টোবর, ট্যুইট করে উৎসব পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটেলিখেছিলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত।
একইসঙ্গে তিনি সেসময় ৮ জানুয়ারি উদ্বোধনের কথাও জানিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, '৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি হবে এই উৎসব।'