Tollywood News: ডার্ক থ্রিলার গল্প নিয়ে শ্যুটিং শুরুর পথে 'ত্রিভুজ', বাপ্পা পরিচালিত নতুন ছবির অপেক্ষায় ভক্তরা
Bappas's New Film Announcement: ধাগা প্রোডাকশনের নিবেদনে এইবছর আবার একটি নতুন এন্থোলজী আসতে চলেছে।বাপ্পা পরিচালিত এই নতুন ছবিটির নাম 'ত্রিভুজ।'
কলকাতা: ধাগা প্রোডাকশনের নিবেদনে এইবছর আবার একটি নতুন এন্থোলজী আসতে চলেছে। যার ঘোষণা হয়ে গেল সোল দ্য় স্কাই লাউঞ্জে (Soul The sky lounge)। বাপ্পা পরিচালিত এই নতুন ছবিটির নাম 'ত্রিভুজ।' প্রযোজনায় রয়েছেন সুমিত ভট্টাচার্য (Sumit Bhattacharya)।
ডার্ক থ্রিলার গল্প নিয়ে শ্যুটিং শুরুর পথে 'ত্রিভুজ'
তিনটি ছোট গল্প নিয়ে তৈরী এই এন্থোলজী, কিছু ডার্ক থ্রিলার গল্প থাকছে এই সিনেমায়। এই ছবি অভিনয় করছেন দেবলীনা দত্ত, বাসবদত্তা চট্টোপাধ্যায়, অনিন্দ্য বন্দ্যোপাদ্যায়,সায়ন্তনী গুহঠাকুরতা, দেবপ্রসাদ হালদার, দেবেশ চট্টোপাধ্যায়, অনুভব কাঞ্জিলাল, অপরাজিতা ঘোষ, সৌম্য বন্দ্যোপাধ্যায় এবং ফিরদৌসী বসু। এছাড়াও প্রথম গল্পের প্রধান চরিত্রে রয়েছেন আকাশ সিনহা। সাহীদ,ফটোগ্রাফ,গ্যাংস অফ ওয়াসীপুর, লাঞ্চ বক্স প্রভৃতি খ্যাত, তাঁর বাংলায় প্রথম কাজ। উদীয়মান অভিনেতা, রাজকুমার রাও থেকে নাওয়াজের সঙ্গে তিনি ইতিমধ্যেই কাজ করে প্রসংশা কুড়িয়েছেন। এই মাসে তার আয়ুষ্মান খুরানার সঙ্গে 'ডক্টর জী'-ও মুক্তি পেয়েছে।
বাপ্পা পরিচালিত নতুন ছবির অপেক্ষায় ভক্তরা
আগামী ডিসেম্বর মাসেই শ্যুটিং শুরু হচ্ছে। বিশাল এক কাস্টিং লিস্ট নিয়ে নেমে পড়েছেন বাপ্পা। কিন্তু আগেও তিনি তাঁর পরিচিত মুখ নিয়ে কাজের সাফল্যের পরিচয় রেখেছেন। তাই আগামীতেও তার জন্য শুভকামনা থাকছে।। বাপ্পাকে সবসময়ই এক অন্যরকম চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে দেখে এসেছে ভক্তকুল। এবারেও তাই নতুন কিছু পাওয়ার আশায় দর্শক অপেক্ষা করবেন। আগামী বছরে মুক্তি পেতে পারে , তার এই এন্থোলজি "ত্রিভুজ" । প্রথম গল্পটি পেন্টিং নিয়ে , পরেরটি ফটোগ্রাফি এবং শেষেরটি ভিডিওগ্রাফি, সূত্র ধরেই বেঁধে রেখেছেন পরিচালক।এই ছোট গল্প গুলি সবকটি পরিচালকের নিজের ভাবনায় ও স্ক্রিপ্ট করেছেন জয়দীপ ও সৌমীত। মিউজিক করছেন প্রাঞ্জল দাস। আর্টে সুরজীত ও অর্পন। রূপসজ্জায় সুরজীত পাল, সম্পাদনা করছেন অরিত্র দত্ত বনীক।এবং সিনেমাটোগ্রাফিতে অপু মুখোপাধ্যায়।
আরও পড়ুন, ১১ নভেম্বর শুভমুক্তি, প্রকাশ্যে 'মহিষাসুরমর্দ্দিনী'র পোস্টার
প্রসঙ্গত, রাজ্যে পুজোর মরসুম শেষ বললেই চলে। দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো শেষ। এখন শুধুই বাতাসে হিমেল পরশ। ভোরে হালকা কুয়াশা। একের পর এক শানাই বাজার অপেক্ষায় বাঙালির ঘরে ঘরে। আর পুজোর পর বছরের শেষ প্রান্তে এসে সময়টায় বাঙালি অন্যভাবেই কাটায়। তার উপর কোভিড পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক। তাই প্রেক্ষাগৃহেও নেই বাধা। অবাধে উৎসবের মরসুম পেরিয়ে এখন নতুন ছবির অপেক্ষায় কলকাতা। একদিকে একরাশ ছবি মুক্তির অপেক্ষায় চলতি বছর শেষের আগেই। আবার পাশাপাশি, একাধিক ছবির শুটিংও শুরু মাস পেরোলেই। নারকেল ফাঁটিয়ে, অ্যাকশন বলতে তাই দেরি নেই 'ত্রিভুজ' ছবির পরিচালকেরও।