Aindrila Sharma: 'আরেকটু থাকতে দাও ওকে', সবাইকে অনুরোধ সব্যসাচীর
Sabyasachi on Aindrila Sharma: অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার আরোগ্য কামনায় গোটা শহর, এহেন মুহূর্তে মাঝরাতে সব্যসাচী চৌধুরী কী লিখলেন সোশ্যাল মিডিয়ায় ?
কলকাতা: শহর জুড়ে শুধু একটাই প্রার্থনা, জিতে যাক ঐন্দ্রিলা। ইচ্ছাশক্তির যে জয় হয়, আগেও দেখেছে সারা দেশ। কারণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) ফের রাখা হয়েছে ভেন্টিলেশনে। বুধবার সকালে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ফের তাঁকে ভেন্টিলেটরেই (ventilator) রাখা হয়। হাসপাতাল সূত্রে খবর, অভিনেত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ওষুধ পত্র বা চিকিৎসায় বিশেষ সাড়া তিনি দিচ্ছেন না। শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। তবে গতকাল রাতভর সোশ্যালে নানা মুনি-নানা মত, ছড়িয়ে পড়ে একরাশ ভুয়ো খবর। মাঝরাতে জল্পনা সরিয়ে যবনিকা টানলেন ঐন্দ্রিলার বন্ধু তথা অভিনেতা সব্যসাচী চৌধুরী। করলেন আবেগঘন ফেসবুক পোস্ট। সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) ফেসবুক পোস্টে সকলের উদ্দেশ্যে আবেদন জানিয়ে লিখেছেন, 'আরেকটু থাকতে দাও ওকে..এসব লেখার অনেক সময় পাবে।'
প্রায় ২ সপ্তাহ পার। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে লড়াই চলছে। পাশে রয়েছেন প্রেমিক ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। অবশ্যই রয়েছে পরিবার। তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে। গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি। গতকাল সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে। রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে। সেই সময়ে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ফের তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে।
আরও পড়ুন, নতুন পোস্টারে কায়নাজের সঙ্গে আলাপ করালেন 'ফ্রেডি' কার্তিক
চিকিৎসকেরা তাঁদের চেষ্টা চালিয়ে চলেছেন। সকলের বিশ্বাস টলিউডের 'লড়াকু' ঐন্দ্রিলা এবারেও রোগকে হারিয়ে ফিরে আসবে সুস্থ হয়ে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেরই প্রার্থনা করা ছাড়া কোনও উপায় বিশেষ নেই। গত ১৪ জানুয়ারি, সব্যসাচী চৌধুরীর ফেসবুক পোস্ট আরও চিন্তা বাড়িয়ে দেয় সকলের। তিনি লেখেন, 'কোনওদিন এটা এখানে লিখবো ভাবিনি, আজ লিখলাম। ঐন্দ্রিলার জন্য মন থেকে প্রার্থনা করুন। Pray for a miracle. Pray for supernatural. She is fighting against all odds, beyond human.' (অপরিবর্তিত)। গত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনার পোস্টের ছড়াছড়ি। তবে গতকালের খবর প্রকাশ্যে আসতেই যেন সকলের মনে প্রার্থনার জোর আরও খানিক বেড়ে গেছে। পরমব্রত চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, ছোটপর্দার অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত, গায়িকা রাজনীতিক অদিতি মুন্সী, সকলেই পোস্ট করেছেন। প্রসঙ্গত, জনপ্রিয় চ্যানেল জি বাংলার তরফ থেকেও একটি ছবি পোস্ট করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।