The Kapil Sharma Show Updates: গোবিন্দা আসবেন জেনেই কি কপিল শর্মার শোয়ের শ্যুটিং বাতিল কৃষ্ণা অভিষেকের?
বিগত বেশ কয়েক বছর ধরেই মামা-ভাগ্নের সম্পর্কটা ঠিক যাচ্ছে না। আর তার প্রকাশ ফের পাওয়া গেল।
মুম্বই: ফের প্রকাশ দ্বন্দ্ব। জানতে পেরেছিলেন যে, দ্য কপিল শর্মা শো-এ (The Kapil Sharma Show) বিশেষ অতিথি হিসেবে আসছেন গোবিন্দা (Govinda) এবং তাঁর স্ত্রী সুনীতা আহুজা। আর তারপরই শো-এর শ্যুটিং বাতিল করলেন কমেডিয়ান কৃষ্ণা অভিষেক (Krushna Abhishek)।
বিগত বেশ কয়েক বছর ধরেই মামা-ভাগ্নের সম্পর্কটা ঠিক যাচ্ছে না। আর তার প্রকাশ ফের পাওয়া গেল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জনপ্রিয় কমেডিয়ান কৃষ্ণা অভিষেক জানিয়েছিলেন যে, তিনি একটি ছবির শ্যুটিং করছেন। পাশাপাশি দ্য কপিল শর্মা শো-তেও রয়েছেন তিনি। আর সেই ছবির শ্যুটিং এবং কপিল শর্মার শো-এর শ্যুটিং, দুটো একসঙ্গে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়েছে তাঁর। সম্প্রতি তিনি বলেন, 'গত ১৫ দিন ধরে ছবির শ্যুটিং এবং কপিল শর্মার শ্যুটিংয়ের জন্য রাইপুর এবং মুম্বই যাতায়াত করতে হচ্ছে তাঁকে। দুটো প্রোজেক্টেই কাজ চালিয়ে যাওয়ার জন্য আমাকে শ্যুটিং ডেট পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকটা সময় জার্নিও করতে হচ্ছে। কিন্তু যখনই আমি জানতে পারি যে, আসন্ন একটি এপিসোডে অতিথি হিসেবে আসছেন গোবিন্দা এবং তাঁর স্ত্রী, আমি আমার শ্যুটিংয়ের ডেট বদলাচ্ছি না। আমার মনে হয় উভয়ক্ষেত্রেই একসঙ্গে স্টেজে হাজির হতে রাজি হবেন না। আমিও চাই না। আর আমার মনে হয়, ওঁরাও চাইবেন না।'
তিনি আরও বলেন, 'এমন সিদ্ধান্ত আমার দিক থেকেও নেওয়া। আর মনে হয় ওঁরাও একই সিদ্ধান্ত নেবেন। এটা একটা কমেডি শো। জানি না কোন কথা থেকে আবার এমন কথা উঠবে যে, এমনটা বলেছে বা তেমনটা বলেছে। আমি চাই না এমন কোনও পরিস্থিতি তৈরি হোক। আমি জানি যখন গোবিন্দাজি শো-এ আসবেন, তখন দর্শকরা আমাকে দেখার জন্য অপেক্ষা করে থাকবেন। কিন্তু কোনওরকম খারাপ পরিস্থিতি তৈরি না করাই সঠিক সিদ্ধান্ত হবে। তাই আমি সেদিনের অনুষ্ঠানে হাজির থাকতে চাই না।'
প্রসঙ্গত, গোবিন্দা সম্পর্কে কৃষ্ণা অভিষেকের মামা হন। তাই কপিল শর্মার শোয়ের মতো জনপ্রিয় কমেডি শো-তে যাতে কোনও খারাপ পরিস্থিতি তৈরি না হয়, তাই না থাকার কথা সাফ জানিয়ে দিয়েছেন কমেডিয়ান। তবে, এটাই প্রথমবার নয়। এর আগেও গোবিন্দার সঙ্গে এক স্টেজে মুখোমুখি হতে চাননি কৃষ্ণা অভিষেক। পরবর্তীকালে সাক্ষাৎকারে সেকথা জানিয়েওছিলেন তিনি।