Kuler Aachar: বিয়ের দীর্ঘদিন পর পদবী বদলে ফেলার সিদ্ধান্ত নিলেন ইন্দ্রাণী হালদার, সাহায্য করবেন মধুমিতা?
Film Kuler Aachar: সদ্য মুক্তি পাওয়া ট্রেলার অবশ্য বলছে শাশুড়ি-বৌমার এক মিষ্টি সম্পর্কের গল্প। নতুন বিয়ে হয়ে আসা মধুমিতা ওরফে গল্পের মিঠি পদবী বদলাতে চায় না, আর শ্বশুরবাড়িতে তাই নিয়ে প্রবল আপত্তি
কলকাতা: 'পদবীর পদাবলী'। একটা ছবির গল্প আবর্তিত হবে পদবীকে ঘিরে। কিন্তু শুধুই কী পদবী? নাকি এই একটা শব্দের সঙ্গে জড়িয়ে থাকে পরিচয়, আবেগ, নিজেকে খুঁজে পাওয়া? নতুন ছবির গল্প প্রশ্ন তুলে দিয়ে গেল সেটাই। মুক্তি পেল নতুন ছবি 'কুলের আচার'-এর ট্রেলার (Kuler Aachar)।
এসভিএফের (SVF)-এর প্রযোজনায় নতুন ছবি 'কুলের আচার'-এর ট্রেলার মুক্তি পেয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা সরকার (Madhumita Sarcar)। তার তাঁর বিপরীতে এই ছবিতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্য়ায়কে (Vikram Chatterjee)। এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পর রুপোলি পর্দায় ফিরছেন ইন্দ্রাণী হালদার (Indrani Haldar)। ছবিতে বিক্রমের মা আর মধুমিতার শাশুড়ির ভূমিকায় অভিনয় করছেন ইন্দ্রাণী। তার বিপরীতে দেখা যাবে নীল মুখোপাধ্যায়কে (Neel Mukherjee)।
সদ্য মুক্তি পাওয়া ট্রেলার অবশ্য বলছে শাশুড়ি-বৌমার এক মিষ্টি সম্পর্কের গল্প। নতুন বিয়ে হয়ে আসা মধুমিতা ওরফে গল্পের মিঠি পদবী বদলাতে চায় না, আর শ্বশুরবাড়িতে তাই নিয়ে প্রবল আপত্তি। কিন্তু শুধুই আপত্তি নাকি নিজের স্বত্তাকে খুঁজে পাওয়ার গল্প? বিয়ের দীর্ঘদিন পরে হঠাৎ নিজের বিয়ের আগের পদবী ব্যবহার করবেন বলে বাড়িতে ঘোষণা করে বসেন ইন্দ্রাণী। তারপর? শাশুড়ি বৌমা হয়ে ওঠে একে অপরের বন্ধু। পদবীর আড়ালে নিজেকে খুঁজে পাওয়ার অদ্ভুত এক গল্প শোনাবে পরিচালক সুদীপ দাসের নতুন ছবি 'কুলের আচার'।
আরও পড়ুন: Laal Singh Chaddha Song:'লাল সিং চাড্ডার' রোমান্টিক গানে অক্ষরার সঙ্গে ডুবলেন আমির
ছবির গল্প কিছুটা এইরকম, ছবিতে মধুমিতার চরিত্র একজন হাসিখুশি অল্পবয়সী মেয়ের, নাম মিঠি (Mithi)। পর্দার প্রীতম (Preetam) ওরফে বিক্রমের সঙ্গে বিয়ের পর পদবি পরিবর্তন করতে রাজি হয় না মধুমিতা। বিয়ের আগের পদবিই ব্যবহার করতে চায় সে। তার সিদ্ধান্তে তাকে সমর্থন করে স্বামী প্রীতম। কিন্তু বেঁকে বসেন প্রীতমের মা-বাবা।
ইন্দ্রাণী হালদারের চরিত্র একজন সাধারণ মধ্যবিত্ত গৃহবধূর গল্প বলে। পরিবারের সবাইকে, এমনকি মিঠিকে যথেষ্ট স্নেহ করলেও তাঁর পদবি পরিবর্তন না করার সিদ্ধান্ত মেনে প্রথমে মেনে নিতে পারেননি তিনি। অন্যদিকে একই মত মিঠির শ্বশুরেরও। তাঁর চরিত্রের নাম প্রণোতোষ। এই প্রণোতোষই বাড়ির কর্তা। মিঠির সিদ্ধান্তে বেশ বিরক্ত তিনিও। বড়দের আপত্তির পরেও কী মিঠি নিজের পদবি ব্যবহার করতে পারবে? উত্তর দেবে 'কুলের আচার'।