Bollywood Celebrity Updates: বচ্চন পরিবারে নতুন সদস্য, বাবা হলেন এই বলিউড অভিনেতা
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা হওয়ার খবরটি শেয়ার করেছেন বলিউড অভিনেতা।
মুম্বই: বচ্চন পরিবারের খুশির হাওয়া বইছে। পরিবারে এসেছে নতুন সদস্য। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বাবা হওয়ার খবরটি শেয়ার করেছেন বলিউড অভিনেতা।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে খুশির খবরটি শেয়ার করে বলিউড অভিনেতা কুণাল কপূর (Kunal Kapoor) লেখেন, 'আমাদের সমস্ত শুভাকাঙ্খীকে জানাচ্ছি। নয়না এবং আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি আমরা বাবা-মা হলাম। আমাদের জীবনে ছোট্ট একটি ফুটফুটে পুত্র সন্তান এসেছে। এমন আশির্বাদের জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ আমরা।' কুণাল কপূরের এমন সুখবরে উচ্ছ্বসিত নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারা। হৃত্বিক রোশন, সুজান খান, অভিষেক বচ্চন, সোনালি বেন্দ্রে, শ্বেতা বচ্চন এবং বলিউডের অন্যান্য তারকারা সদ্য সন্তানকে পৃথিবীতে আসার স্বাগত জানিয়ে নতুন বাবা-মাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন - Preity Zinta Birthday: প্রীতি জিন্টার জন্মদিনে বলিউড তারকাদের শুভেচ্ছা
২০১৫ সালে নয়না বচ্চনকে বিয়ে করেন বলিউড অভিনেতা কুণাল কপূর। সেসেলসে ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে হয় তাঁদের। নয়না বচ্চন আদতে অমিতাভ বচ্চনের ভাইঝি। অমিতাভ বচ্চনের ভাই অজিতাভ বচ্চনের মেয়ে নয়না। বাড়িতে নতুন সদস্য আসায় খুশির হাওয়া বইছে বচ্চন পরিবারে। ভালোবাসার ইমোজি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন। শ্বেতা বচ্চন কমেন্টে লিখেছেন, 'সবাইকে ভালোবাসা।' হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান কমেন্ট করেছেন, 'কুনস আর নয়নসকে অনেক অভিনন্দন। তোমরা অসাধারণ বাবা-মা হতে চলেছ।' কমেন্ট করেছেন অঙ্গদ বেদি, দ্রাষ্টি ধামি এবং অন্যান্য তারকারা।
প্রসঙ্গত, কুণাল কপূরকে শেষবার দেখা গিয়েছে ওয়েব সিরিজ 'দ্য এম্পায়ার'-এ। বেশ কিছু কাজ রয়েছে তাঁর হাতে। বলিউডে বেশ কিছু ছবিতে কাজ করে জনপ্রিয় অভিনেতা কুণাল কপূর। সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় থাকেন। তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো।
আরও পড়ুন - RRR Movie Release Date: অবশেষে ঘোষণা, এই দিন মুক্তি পাবে 'আর আর আর'