'Kuttey' Box Office Collection: প্রথম দিনে কেমন ব্যবসা করল ডার্ক থ্রিলার 'কুত্তে'?
Box Office: বক্স অফিস সাফল্যের নিরিখে প্রথম দিন বিশেষ ভাল ফল করেনি 'কুত্তে'। প্রথম সপ্তাহান্ত এখনও বাকি যদিও, তবে অ্যানালিস্টদের মতে দক্ষিণী দুই ছবি 'থুনিভু' ও 'ভারিসু'র সঙ্গে লড়াই বেশ কঠিন হবে।
নয়াদিল্লি: অর্জুন কপূর (Arjun Kapoor), তব্বু (Tabu), নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah), কঙ্কনা সেনশর্মা (Konkona Sensharma) অভিনীত ছবি 'কুত্তে' (Kuttey Box Offiec Collection Day 1) মুক্তি পেয়েছে। আসমান ভরদ্বাজ (Aasmaan Bhardwaj) পরিচালিত এই ছবি প্রথম দিনে বক্স অফিসে কেমন ফল করল?
'কুত্তে' ছবির প্রথম দিনের বক্স অফিস আয়
বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ পা রাখলেন ছবি পরিচালনায়। প্রথম ছবি ডার্ক থ্রিলার ঘরানার 'কুত্তে'। একাধিক তারকা সম্বলিত এই ছবি মুক্তি পেয়েছে ১৩ জানুয়ারি। প্রথম দিনে বক্স অফিসে কতটা ছাপ ফেলতে পারল এই ছবি?
বক্স অফিস সাফল্যের নিরিখে প্রথম দিন বিশেষ ভাল ফল করেনি 'কুত্তে'। প্রথম সপ্তাহান্ত এখনও বাকি যদিও, তবে অ্যানালিস্টদের মতে দক্ষিণী দুই ছবি 'থুনিভু' ও 'ভারিসু'র সঙ্গে লড়াই বেশ কঠিন হবে।
বহু প্রতীক্ষিত এই ছবির প্রথম দিনের ব্যবসার নিরিখে ফিল্ম ক্রিটিক তরণ আদর্শ (Taran Adarsh) পোস্ট করে লেখেন, 'প্রথম দিনে ধীর গতিতে শুরু করল 'কুত্তে'... বড় মাল্টিপ্লেক্সে সন্ধের দিকে গতি বাড়ে... দ্বিতীয় ও তৃতীয় দিনে দুর্দান্ত ব্যবসা প্রয়োজন... শুক্রবার ১.০৭ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি।'
View this post on Instagram
'কুত্তে'-এর প্লট, যা লিখেছেন ও পরিচালনা করেছেন আসমান ভরদ্বাজ, অনৈতিক পুলিশ অফিসারদের একটি গ্যাংকে কেন্দ্র করে যারা স্থানীয় ড্রাগ কিংপিনের সঙ্গে কাজ করছে, সেই চরিত্রে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ।
বিশাল ভরদ্বাজ দ্বারা সহ রচিত এই ছবির প্রযোজকও বিশালই। ছবিটি ট্রেলারেই বেশ চমক দেখিয়েছিল। ট্রেলারের শেষ ভাগে শাহিদ কপূরের 'কমিনে' ছবির সুর বাজতে শোনা যায়। ছবির ট্রেলার পোস্ট করে অর্জুন কপূর লেখেন, 'হঠো কমিনো! কুত্তে আ গয়ে!!' ট্রেলারের শুরুতে অর্জুন কপূরের সংলাপই ছবির ধারা বাতলে দেয়। থ্রিলার, অ্যাকশন, ডার্ক হিউমর, সবকিছুর মিশেল দেখা যায় এই ছবির ট্রেলারে। ছবিতে অ্যাকশন মোডে দেখা গেছে অর্জুন কপূরকে, পুলিশের চরিত্রে দেখা মিলেছে তব্বুর। গ্যাংস্টারের চরিত্রে দেখা যায় নাসিরউদ্দিন শাহের।
আরও পড়ুন: Miss Universe 2023: 'মিস ইউনিভার্স ২০২৩', কবে, কোথায় ও কখন দেখতে পাবেন?
থ্রিলার ঘরানার এই ছবির হাত ধরে পরিচালনায় পা রাখলেন বিশাল ভরদ্বাজের ছেলে আসমান ভরদ্বাজ। বিশাল ভরদ্বাজের সঙ্গে তিনি চিত্রনাট্যও লিখেছেন। ছবির সঙ্গীত পরিচালনাও বিশাল ভরদ্বাজের। গান লিখেছেন গুলজার।