Lalit Modi: অক্সিজেন সাপোর্টে ললিত মোদি, সুস্থতা কামনা সুস্মিতা ভাইয়ের
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে নিজেই জানালেন সেকথা। আর সেই পোস্টেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে দেখা গেল সুস্মিতা সেনের ভাই রাজীবকে।
মুম্বই: অক্সিজেন সাপোর্টে রয়েছেন ললিত মোদি (Lalit Modi)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্ট করে নিজেই জানালেন সেকথা। আর সেই পোস্টেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করতে দেখা গেল সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাই রাজীবকে (Rajib Sen)।
ললিত মোদির দ্রুত সুস্থতা কামনা সুস্মিতা সেনের ভাইয়ের-
সম্প্রতি ললিত মোদি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। যাতে তাঁকে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে। তাঁর নাকে রয়েছে নল। ছবি পোস্ট করে ললিত মোদি লিখেছেন, '২ সপ্তাহে পর পর করোনাভাইরাসে আক্রান্ত। তার সঙ্গে ইনফ্লুয়েঞ্জা এবং ভারী নিউমোনিয়া। অবশেষে এয়ার অ্যাম্বুলেন্সে করে দুজন ডাক্তার এবং সুপারস্টার সুপার এফিশিয়েন্ট পুত্রের সহযোগিতায় লন্ডনে ফিরলাম। দুর্ভাগ্যবশত এখনও ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্টে রয়েছি।' ললিত মোদির এই পোস্টেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করতে দেখা গেল সুস্মিতা সেনের ভাই রাজীব সেনকে। তিনি লিখেছেন, 'প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। শক্তিশালী থাকুন।' শুধু রাজীব সেনই নন, ললিত মোদির সুস্থতা কামনা করেছেন হরভজন সিংহের মতো ক্রিকেটার এবং আরও অনেকে। এর আগে লন্ডনে ফেরার পর বিমানে বাইরে দাঁড়িয়ে দুই ডাক্তারের সঙ্গে তোলা ছবিও পোস্ট করেন তিনি।
">
">
আরও পড়ুন - Mira Kapoor Photoshoot: চোখ ধাঁধানো ফোটোশ্যুট, ফ্যাশনে বহু নায়িকাকে টেক্কা দিচ্ছেন শাহিদ-পত্নী মীরা
প্রসঙ্গত, ২০২২-এ সবাইকে চমকে দিয়ে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন ললিত মোদি। জানিয়ে ছিলেন যে, তাঁরা জুলাই থেকে একে অপরকে ডেট করছেন। যদিও সুস্মিতা সেন এই সম্পর্ককে না স্বীকার করেছেন না অস্বীকার। যদিও পরবর্তীকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে সুস্মিতার সমস্ত ছবি সরিয়ে দেন ললিত।