Lata Mangeshkar Health Update: লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী
গত সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিরানব্বই বছর বয়সী গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনার (Coronavirus) বেশ কিছু উপসর্গ থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
মুম্বই: গত বেশ কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে নিউমোনিয়ার সমস্যাও রয়েছে। দুই অসুখের উপদ্রবে অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান গায়িকা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই আইসিইউতে চলছে তাঁর চিকিৎসা। সকালেই চিকিৎসক প্রতীত সমদানী জানিয়েছিলেন যে, সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থা একইরকম রয়েছে। তাঁর কাছে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি গতকাল লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্য কামনায় অনুরাগীদেরকে প্রার্থনা করার কথাও জানিয়েছিলেন তিনি। সম্প্রতি মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ জানালেন যে, ক্রমশ শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গায়িকার।
গত সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিরানব্বই বছর বয়সী গায়িকা লতা মঙ্গেশকর। করোনার বেশ কিছু উপসর্গ থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য। এদিন সংবাদ সংস্থার কাছে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ বলেন, 'লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আমি ব্রিচ ক্যান্ডি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তাঁরা আমাকে বর্ষীয়ান গায়িকার স্বাস্থ্যের খবর দিয়েছেন। সাধারণ মানুষ যেভাবে লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার কথা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন, তাতে আমি হাসপাতালের মুখপাত্রকে নিয়মিত ওঁর স্বাস্থ্যের খবর দেওয়ার কথা জানিয়েছি।'
আরও পড়ুন - Rohman Shawl Update: সুস্মিতা সেনের সঙ্গে বিচ্ছেদের পর মুখ খুললেন রোহমান
তিনি আরও বলেন, 'লতা মঙ্গেশকরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁরা অবশ্যই নিয়মিত তাঁর স্বাস্থ্যের খবর জানাবেন বলে জানিয়েছেন।'
সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা যাচ্ছিল, লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা আগের থেকে অবনতি হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে তাঁকে রাখা হয়েছে। চিকিৎসক প্রতীত সমদানীও জানিয়েছিলেন যে, বর্ষীয়ান গায়িকাকে আইসিইউতেই রাখা হয়েছে। গত সপ্তাহে লতা মঙ্গেশকরের বোনঝি রচনা শাহ জানান যে, গায়িকার শারীরিক উন্নতি হয়েছে। সুরসম্রাজ্ঞী দ্রুত সুস্থ হয়ে উঠুন। প্রার্থনা প্রত্যেকের।