Sussanne Khan Corona: করোনা আক্রান্ত হৃতিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খান
Sussanne Khan Corona: গতকালই একবার শিরোনামে এসেছিলেন সুজান। গতকাল অর্থাৎ সোমবার জন্মদিন ছিল বলি তারকা ও তাঁর প্রাক্তন স্বামী হৃতিক রোশনের। জন্মদিনে 'ডুগ্গু'কে মিষ্টি পোস্ট করে নজর কাড়েন তিনি।
নয়াদিল্লি: দুই বছর ধরে নিজেকে বাঁচিয়েও অবশেষে হার মানতেই হল। করোনা আক্রান্ত হৃতিক রোশনের (Hrithik Roshan) প্রাক্তন স্ত্রী সুজান খান (Sussanne Khan)। মঙ্গলবার সকালে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান সেই কথা।
খানিক আগে নিজের ইনস্টাগ্রামে জিমে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করে সুজান লেখেন, '২ বছর ধরে কোভিডকে কাটিয়ে আসতে আসতে, তৃতীয় বছরে ২০২২-এ এসে জেদি ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Varient) শেষমেশ আমার ইমিউন সিস্টেম ভেদ করে ঢুকেই পড়ল। গতরাতে করোনা পজিটিভ জানতে পেরেছি। দয়া করে সাবধানে থাকুন এবং নিজেদের খেয়াল রাখুন। এটি খুবই সংক্রামক।'
View this post on Instagram
পেশায় ইন্টিরিওর ও ফ্যাশন ডিজাইনার সুজান খানের পোস্টে ইতিমধ্যেই অনুরাগী ও একাধিক টিনসেল তারকার মন্তব্যে ভরে উঠেছে। অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu) কমেন্ট করে আরোগ্য কামনা করেছেন।
আরও পড়ুন: Rituparna Sengupta: ৩ দিনেই করোনামুক্ত ঋতুপর্ণা, ফিরছেন শ্যুটিং ফ্লোরে
গতকালই একবার শিরোনামে এসেছিলেন সুজান। গতকাল অর্থাৎ ১০ জানুয়ারি, সোমবার জন্মদিন ছিল বলিউডের জনপ্রিয় তারকা ও সুজান খানের প্রাক্তন স্বামী হৃতিক রোশনের। জন্মদিনে 'ডুগ্গু'কে মিষ্টি পোস্ট করে নজর কাড়েন তিনি।