এক্সপ্লোর
Advertisement
প্রিয়ার স্বামীর নাম আসিফ! এবার 'লাভ জেহাদ'-এর কোপে অক্ষয়-কিয়ারার 'লক্ষ্মী বম্ব'
তনিস্কের পর এবার লাভ জেহাদের কোপে অক্ষয় কুমার কিয়ারা আডবাণীর 'লক্ষী বম্ব'। সোশ্যাল মিডিয়ায় প্রধান ২ চরিত্রের নামকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তামিল হরর কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক এই ছবি। প্রধান চরিত্রের নাম রাঘব থেকে বদলে রাখা হল আসিফ, প্রশ্ন করছেন অনেকেই।
মুম্বই: তনিস্কের পর এবার লাভ জেহাদের কোপে অক্ষয় কুমার কিয়ারা আডবাণীর 'লক্ষী বম্ব'। সোশ্যাল মিডিয়ায় প্রধান ২ চরিত্রের নামকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। তামিল হরর কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক এই ছবি। প্রধান চরিত্রের নাম রাঘব থেকে বদলে রাখা হল আসিফ, প্রশ্ন করছেন অনেকেই।
মাথায় বিশাল লাল টিপ আর লাল শাড়িতে লক্ষ্মী বম্বের ফার্স্ট লুকেই চমকে দিয়েছিলেন অক্ষয় কুমার। জুন মাসে জানা গিয়েছিল করোনাকালে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। কিন্তু ট্রেলার মুক্তি পেতেই শুরু অন্য তরজা। ছবিতে প্রধান চরিত্রে অক্ষয়ের নাম আসিফ। অন্যদিকে নায়িকা কিয়ারার নামের উল্লেখ নেই ট্রেলারে। কিন্তু অনেকের মতে, কিয়ারার চরিত্রের নাম পূজা যাদব, আবার কেউ বলছেন প্রিয়া যাদব। আসিফ ও প্রিয়ার বিয়েকেই লাভ জেহাদ ট্যাগ লাগিয়ে দিয়েছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে #বয়কটলক্ষীবম্ব।
এর আগে সুশান্ত সিং রাজপুত মামলার সূত্র ধরে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন অক্ষয়। ভিডিও পোস্ট করে বলেছিলেন, বলিউডের ড্রাগযোগের কথা তিনি অস্বীকার করতে পারবেন না। সুশান্ত মৃত্যু তদন্তে ড্রাগ অ্যাঙ্গেল জড়িয়ে যাওয়ায় একাধিক বড় নামকে তলব করেছিল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো।
দীপাবলিতে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে 'লক্ষী বম্ব'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
Advertisement