Ranveer Singh News: 'ন্যুড ফটোশুট' নিয়ে আইনি জট, এফআইআর হতে পারে রণবীর সিংয়ের বিরুদ্ধে
Complaint Against Bollywood Superstar: আলোচনা, তর্কবিতর্ক ছাপিয়ে এবার 'ন্যুড ফটোশুটের'জেরে আইনি জটে পড়তে পারেন রণবীর সিং ।সূত্রের খবর, বলি-তারকার বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চেয়ে আর্জি জানানো হয়েছে মুম্বই পুলিশে।
মুম্বই: আলোচনা, তর্কবিতর্ক ছাপিয়ে এবার 'ন্যুড ফটোশুটের' (nude photoshoot) জেরে আইনি জটে (legal trouble) পড়তে পারেন রণবীর সিং (ranveer singh)।
কীসের অভিযোগ?
সূত্রের খবর, বলি-তারকার বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চেয়ে আর্জি জানানো হয়েছে মুম্বই পুলিশে (Mumbai Police)। ওই ফটোশুট করে 'মহিল ভাবাবেগে আঘাত' করেছেন রণবীর, অভিযোগ এমনই। শোনা যাচ্ছে, এক স্বেচ্ছাসেবী সংস্থার পদাধিকারী চেম্বুর পুলিশ স্টেশনে এই মর্মে অভিযোগ জানিয়েছেন। সংস্থাটিও সম্ভবত চেম্বুর এলাকারই। অভিযোগকারীর বক্তব্য, তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দেওয়া হোক রণবীরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে অভিযোগের কথা মেনে নিলেও জানানো হয়েছে, এখনও এফআইআর রুজু করা হয়নি। তবে তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন।
কী হয়েছিল?
গত সপ্তাহেই একটি ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য করা ওই ফটোশুটের বেশ কয়েকটি ঝলক ভাইরাল হয়ে যায়। রণবীর-ভক্তরা বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত হলেও কার্যত দুভাগ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। এক দল বলি-তারকার 'সাহসী' সিদ্ধান্তের প্রশংসা করেন, অন্য দলের প্রশ্ন ছিল, 'হঠাৎ এমন খেয়াল চাপল কেন?' শুরু হয় মিম ও ট্রোলের বন্যা। দিনভর #ranveersingh ট্রেন্ডিং থাকে টুইটারে। তোলপাড় শুরু হয়ে যায় বলিউডেও।
পোশাক থেকে সাজগোজ, সব কিছু নিয়েই নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকেন রণবীর সিং। স্ত্রী দীপিকা পাড়ুকোণও হালকাচ্ছলে এক বার বলেছিলেন, রণবীরের 'ফ্যাশন-সেন্স' তাঁকে কষ্ট করে সহ্য করতে হয়। কিন্তু তা বলে ন্যুড ফটোশুট? প্রকাশ্যে এখনও কোনও মন্তব্য করেননি কর্তা-গিন্নির কেউই। তবে এদিন রণবীরের সমর্থনে মুখ খুলেছেন আলিয়া ভাট । বলেছেন, 'ওঁর সম্পর্কে কোনও নেতিবাচক কথা শুনতে পারব না। উনি এত ভাল ছবি আমাদের উপহার দিয়েছেন, আমাদের উচিত ওঁকে শুধু ভালবাসা দেওয়া।'
বাস্তবে কি তাই হবে? নাকি 'সাহসী' সিদ্ধান্তের জন্য আইনি জটিলতা আরও বাড়বে '83-র অভিনেতার?
আরও পড়ুন:পার্থকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন, মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ শুভেন্দু অধিকারীর