Ajay Devgn Birthday: অজয় দেবগনের অজানা তথ্য, অবাক করবে অনুরাগীদের
বলিউডে যখন তিন খান রাজত্ব করেছেন, তখন তাঁদের মাঝেই নজরকাড়া অভিনয় করে প্রশংসিত হয়েছেন অজয় দেবগন। আজ তাঁর জন্মদিনে জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য, যা অবাক করবেন অনুরাগীদের।
মুম্বই: আজ জন্মদিন বলিউড তারকা অজয় দেবগনের (Ajay Devgn)। 'ফুল অউর কাঁটে' ছবি দিয়ে বলিউডে তাঁর অভিনয় কেরিয়ার শুরু হয়। তারপর একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। কখনও সিরিয়াস চরিত্রে, কখনও কমেডি ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছেন। নানা রূপে দেখা গিয়েছে অজয় দেবগনকে। বলিউডে যখন তিন খান রাজত্ব করেছেন, তখন তাঁদের মাঝেই নজরকাড়া অভিনয় করে প্রশংসিত হয়েছেন অজয় দেবগন। আজ তাঁর জন্মদিনে (Happy Birthday Ajay Devgn) জেনে নেওয়া যাক এমন কিছু তথ্য, যা অবাক করবেন অনুরাগীদের।
১. অজয় দেবগনের আসল নাম এটা নয় একেবারেই। অভিনেতার আসল নাম বিশাল দেবগন। 'ফুল অউর কাঁটে' ছবির সময় থেকেই তিনি নিজের নাম পরিবর্তন করে অজয় রাখেন।
২. অজয় দেবগনই বলিউডের প্রথম অভিনেতা যাঁর ব্যক্তিগত বিমান রয়েছে। শ্যুটিং হোক কিংবা অন্যান্য কাজে তিনি সেটি নিজের মতো ব্যবহার করতে পারেন। ৬ আসনের বিমানের মালিক অভিনেতা।
আরও পড়ুন - Kapil Sharma Birthday: 'ভাই' কপিল শর্মাকে অভিনব কায়দায় জন্মদিনের শুভেচ্ছা অক্ষয় কুমারের
৩. অজয় দেবগন মানেই অনুরাগীদের চোখে ভাসে সেই দৃশ্য। যেখানে দুটি চলন্ত বাইকের উপর পা রেখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কোনও নায়কের 'এন্ট্রি' গিসেবে এই দৃশ্য বলিউডে ইতিহাস তৈরি করেছিল।
৪. শোনা যায়, কাজলের আগে বলিউড অভিনেত্রী করিশ্মা কপূরের সঙ্গে সম্পর্কে ছিলেন অজয় দেবগন। 'জিগর' ছবির শ্যুটিংয়ের সময় থেকে তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। যদিও তা ভেঙে যায় ১৯৯৫ সালে। সেই বছরই তিনি 'গুন্ডারাজ' ছবিতে কাজলের সঙ্গে কাজ করেন।
৫. বিভিন্ন সূত্রে জানা যায়, 'করণ অর্জুন' ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন অজয় দেবগন। 'করণ'-এর চরিত্রের জন্য তাঁকে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় 'বিজয়পথ' ছবির জন্য ব্যস্ত থাকায় প্রস্তাব যায় সলমন খানের কাছে।
৬. বহু মানুষ জানেন অজয় দেবগনের প্রথম ছবি 'ফুল অউর কাঁটে'। আদতে তা নয় একেবারেই। বরং, এই ছবি দিয়ে নায়কের চরিত্রে অভিষেক হয় তাঁর। তবে, এই ছবির বেশ কিছু বছর আগে 'পেয়ারি বহেনা' ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা যায় তাঁকে।
৭. বেশ কিছু সাক্ষাৎকার থেকে জানা যায়, পর্দায় যতটা সিরিয়াস মনে হয় অজয় দেবগনকে, আদতে তিনি এমনটা নন। প্রথম জীবনে বেশ চুপচাপ প্রকৃতির ছিলেন। তবে, পরবর্তীকালে শ্যুটিংয়ের সেটে সহ-অভিনেতা অভিনেত্রীর সঙ্গে মজা করতেও দেখা যায়।