Liger Box Office Collection Day 2: প্রথম দিনে দুর্দান্ত ব্যবসা করলেও, হিন্দি বলয়ে মাথা তুলতে পারছে না 'লাইগার'
'Liger': বিগত বেশ কিছু ছবির ক্ষেত্রেই দেখা যাচ্ছে বক্স অফিসে বিশেষ ভাল ব্যবসা করতে পারছে না বলিউডের ছবিগুলি। অন্যদিকে দক্ষিণ ভারতের ছবিগুলি দুর্দান্ত ব্যবসা করতে গোটা ভারত জুড়ে।
নয়াদিল্লি: মুক্তি পেয়েছে অ্যাকশনে ভরপুর ছবি 'লাইগার' (Liger)। বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) ও অনন্যা পাণ্ডে (Ananya Panday) অভিনীত ছবি প্রথম দিনেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। যদিও সমালোচকদের থেকে প্রত্যাশা মতো রিভিউ মেলেনি। তার ফলে দেশজুড়ে খুব ভাল ব্যবসা করেছে এই ছবি, তাও বলা চলে না। বিশেষত হিন্দি বলয়ে সেভাবে খাতা খুলতে পারেনি 'লাইগার'।
দ্বিতীয় দিনে কেমন ব্যবসা করল 'লাইগার'
হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হিসেব অনুযায়ী, 'লাইগার' মুক্তির প্রথম দিনে মোট ৩৩.১২ কোটি টাকার ব্যবসা করেছে। কিন্তু সেই নিরিখে দ্বিতীয় দিনে (Liger Box Office Collection Day 2) টিকিটের বিক্রি পড়ল প্রায় ৫০ শতাংশ।
'লাইগার'-এর ব্যবসার বেশিরভাগ আয় হচ্ছে দক্ষিণ ভারত থেকে। ক্রমবর্ধমান খারাপ রিভিউ ছবির ব্যবসা আরও খারাপ করছে বলে অনুমান। মনে করা হচ্ছে দ্বিতীয় দিনে মোট ১৬ কোটি টাকার ব্যবসা করবে এই ছবি।
বিগত বেশ কিছু ছবির ক্ষেত্রেই দেখা যাচ্ছে বক্স অফিসে বিশেষ ভাল ব্যবসা করতে পারছে না বলিউডের ছবিগুলি। অন্যদিকে দক্ষিণ ভারতের ছবিগুলি দুর্দান্ত ব্যবসা করতে গোটা ভারত জুড়ে। ফলে মনে করা হয়েছিল দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডাকে হিন্দি ছবিতে কাস্ট করলে বলিউডের সেই খরা কাটতে পারে।
অনন্যা পাণ্ডের পাশাপাশি, দেবেরাকোন্ডা, পুরী জগন্নাদ পরিচালিত অ্যাকশন-প্যাকড এই স্পোর্টস ছবিতে মিক্সড মার্শাল আর্ট ফাইটার বক্সারের চরিত্রে অভিনয় করেছেন। ছবিটিতে এমন অনেক উপাদান রয়েছে যা মনোরঞ্জন করবে। ছবিতে রামিয়া কৃষ্ণণ এবং রনিত রায়ের মতো দুর্দান্ত অভিনেতারা রয়েছেন এবং রয়েছে মার্কিন কিংবদন্তি বক্সার মাইক টাইসনের ক্যামিও উপস্থিতিও।
সূত্রের খবর, 'লাইগার' ছবির ডিজিট্যাল মুক্তির জন্য নির্মাতাদের ২০০ কোটি টাকার অফার দেওয়া হয়েছিল যা তাঁরা প্রত্যাখান করেন। ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে বড়পর্দায় ছবির মুক্তি চেয়েছিলেন তাঁরা। সেই মতোই ছবি মুক্তিও পাচ্ছে। তবে ওটিটির অফারের খবরই ভাইরাল।
প্রায় এক বছর আগে একটি পোস্ট শেয়ার করেন ছবির অভিনেতা বিজয়। সেখানে উল্লেখ করা ছিল ওটিটি রিলিজের জন্য ২০০ কোটি টাকার অফার পেয়েছে এই ছবি। 'নির্মাতারা এই অফার পাওয়ার পর মুক্তির ব্যাপার ভেবে দেখছেন', লেখা রয়েছে পোস্টে। সেই পোস্ট ট্যুইট করে বিজয় লেখেন, 'খুবই কম। থিয়েটারে এর থেকে বেশি উপার্জন করব আমি।'
'ধর্ম প্রোডাকশন' ও পুরী জগন্নাদের একসঙ্গে এই কাজ দর্শকের সামনে আসতে সময় লাগল ৩ বছর। করোনা অতিমারীর জন্য বারবার ছবির কাজ পিছিয়ে যায়। ফলে এখন দেখার অপেক্ষা যে সাধারণ মানুষের মনোরঞ্জন বক্স অফিসে ঝড় তোলে নাকি সমালোচনায় মুখ থুবড়ে পড়ে 'লাইগার'।