Viral Video: হুবহু নকল পর্দার 'পুষ্পা'কে, ভাইরাল খুদে নৃত্যশিল্পী
Viral Video: তাঁর নাচের ফ্যান হয়ে গেছেন নেটিজেনরা। প্রশংসাসূচক মন্তব্যে ভরেছে পোস্ট। ওই খুদে একাধিক গানে নাচের ভিডিও আপলোড করতে থাকে।
নয়াদিল্লি: গোটা দুনিয়া ধুঁকছে 'পুষ্পা' (Pushpa) জ্বরে। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির (Telugu Film Industry) গণ্ডি ছাড়িয়ে বলিউড কাঁপিয়ে পুষ্পাকে নিয়ে মোহিত বিদেশি তারকারাও। যেমন প্রশংসিত হয়েছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দান্নার (Allu Arjun and Rashmika Mandanna) অভিনয়, তেমনই ঝড় তুলেছে ছবির সমস্ত গান। ইনস্টাগ্রামে তো 'শ্রীভল্লি' (Srivalli) গানের রিলস শেষই হয় না। দেশ বিদেশের অভিনেতা-খেলোয়াড়দের পাশাপাশি এবার ভাইরাল এক খুদে।
অল্লু অর্জুনের শ্রীভল্লি গানে নেচে ভাইরাল এই খুদে। একেবারে অভিনেতার মতো হুবহু এক পোশাক, এক অঙ্গভঙ্গী। তানিয়া নামের এই খুদে নৃত্যশিল্পীর ভিডিওয় ভিউস ৮৯২ হাজার।
View this post on Instagram
মেয়েটির পিছনে বড় এলসিডি টিভি স্ক্রিনও চোখে পড়বে। অল্লুর মতো চেক শার্ট আর প্যান্ট পরে নিখুঁত স্টেপে মাত করেছে সে।
আরও পড়ুন: Viral Video: 'ডান্স মেরি রানি' গানে পা মিলিয়ে ভাইরাল রাশিয়ার খুদে, ভিডিও শেয়ার নোরার
তাঁর নাচের ফ্যান হয়ে গেছেন নেটিজেনরা। প্রশংসাসূচক মন্তব্যে ভরেছে পোস্ট। ওই খুদে একাধিক গানে নাচের ভিডিও আপলোড করতে থাকে। দেখে নিন আরও কয়েকটা।
View this post on Instagram
View this post on Instagram