Anik Dutta: ভোট দিয়ে বেরোতেই 'হুমকি' অনীক দত্তকে ! ৪ তারিখের পর পরিচালককে 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি
Lok Sabha Election 2024: গড়িয়াহাটে বুথের বাইরে জমায়েতের প্রতিবাদ করেছিলেন পরিচালক অনীক দত্ত। তার জেরেই রোষের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ পরিচালকের।
কলকাতা, পার্থপ্রতিম ঘোষ: ভোট দিতে গিয়ে হেনস্থার শিকার পরিচালক অনীক দত্ত। পরিচালকের অভিযোগ ভোট দিয়ে বেরনোর পর হুমকি দেওয়া হয় তাঁকে। গড়িয়াহাটে বুথের কাছে 'জমায়েত' হয়েছিল। তারই প্রতিবাদ করেছিলেন পরিচালক। এরপরেই তাঁর দিকে ধেয়ে আসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। ৪ জুনের পর অনীক দত্তকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন পরিচালক। ভোটকেন্দ্রের কাছে 'জমায়েত'- এর প্রতিবাদ করাতেই এই রোষের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ অনীল দত্তর। তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি।
বাড়ির কাছেই ভোটকেন্দ্র ছিল পরিচালক অনীক দত্তর। পরিচালক জানিয়েছেন, সেখানে যাওয়ার পথে একই দলের দুটো বুথ দেখতে পেয়েছিলেন তিনি। এছাড়াও ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, মালা রায় (দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী), অভিষেক বন্দ্যোপাধ্য্যের ছবি লাগানো ফ্লেক্স। এই নিয়েই অভিযোগ জানান পরিচালক। করেন প্রতিবাদ। তার কথায়, 'নিয়ম অনুসারে এটা তো হতে পারে না। এত বছর ধরে তো দেখে আসছি। নির্বাচন কমিশনের লোকের সঙ্গে কথা বলায় তারা ফ্লেক্স খুলে নিতে বলে এবং জমায়েত সরিয়ে নিতে বলে।' এরপর ভোট দিয়ে ফেরার পথে অনীক দত্তকে দেখে 'খেলা হবে' স্লোগান দিতে শুরু করেন স্থানীয়দের একাংশ, এমনই অভিযোগ পরিচালকের। তাঁকে মাঝরাস্তায় পথ আটকানোও হয়। জনৈক ব্যক্তি তাঁকে এও বলেন যে অনীক নাকি বলেছেন 'দিদি চোর'। যদিও পরিচালকের কথায় তিনি এমন কোনও মন্তব্য করেননি। এরপরেই উড়ে আসে 'চার তারিখের পর দেখে নেওয়ার' হুমকি। এর পাশাপাশি তাঁর বাড়িতে চড়াও হওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন অনীক দত্ত।
এদিনের ঘটনার পর পরিচালকের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা হালিম। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও অনেকবার সরকারের বিরোধিতায় সরব হয়েছেন পরিচালক অনীক দত্ত। এবারও তার অন্যথা হয়নি। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের অনতিদূরে রাজনৈতিক দলের জমায়েত দেখে প্রতিবাদে সরব হয়েছিলেন তিনি। পরিচালকের অভিযোগ, তার জেরেই হেনস্থা হতে হয়েছে তাঁকে। পড়তে হয়েছে হুমকির মুখে। তৃণমূলের দিকেই অভিযোগের তোপ দেগেছেন পরিচালক।
আরও পড়ুন- ভোটের লাইনে দাঁড়িয়ে বৃদ্ধ, সাহায্যে এগিয়ে গেলেন মিমি, কী করলেন অভিনেত্রী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।