Lokkhi Chele Exclusive: 'লক্ষ্মী ছেলে' অন্ধবিশ্বাস কুসংস্কার বয়কট করতে বলবে: কৌশিক
Kaushik Ganguly on Lokkhi Chele Exclusive: 'ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়?' ছোটবেলার পাঠ্যে পড়া সেই প্রশ্ন যেন এবার রুপোলি পর্দায়।
কলকাতা: বক্স অফিসে যেখানে একের পর এক মুখ থুবড়ে পড়ছে বিগ বাজেট বলিউড ছবি, সেখানে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে আঞ্চলিক ছবি। দক্ষিণী ছবি এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলেও নিজের জায়গা তৈরি করে নিচ্ছে বাংলা ছবিও। রাত পোহালেই মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-র পরিচালিত ছবি 'লক্ষ্মী ছেলে' (Lokkhi Chele)। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Sibaprashad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক-পুত্র উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly)। ছবি মুক্তির আগে 'লক্ষ্মী ছেলে'-র খুঁটিনাটি এবিপি লাইভের (ABP Live) সঙ্গে ভাগ করে নিলেন পরিচালক কৌশিক।
'ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়?' ছোটবেলার পাঠ্যে পড়া সেই প্রশ্ন যেন এবার রুপোলি পর্দায়। ছবি বিষয়বস্তু আঁচ করা গিয়েছে ইতিমধ্যেই। এক শিশু কিন্তু তার চারটি হাত। বিজ্ঞানের ব্যাখ্যায় এর যুক্তি মিললেও অন্ধবিশ্বাসে এর যুক্তি আলাদা, অবান্তর। কুসংস্কার বনাম বিজ্ঞানের এমনই এক দ্বন্দ্ব ফুটে উঠবে নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'-তে। কৌশিক বলছেন, 'লক্ষ্মী ছেলে এই সময়ে দাঁড়িয়ে খুব জরুরি একটা ছবি। কম বেশি বিশ্বাস আমাদের সবার মধ্যেই রয়েছে। যেমন ধরুন, খুব উত্তেজনার খেলা দেখছি। সেইসময় কেউ এসে বসলে যদি উইকেট পড়ে, তাকে আর উঠতে দেওয়া হয় না। আমি আর উজান খেলা দেখার সময় কতবার এমন করে চূর্ণীকে বসিয়ে রেখেছি। এমনকি ক্রিকেটারদের মধ্যেও এমন বিশ্বাস আছে। তবে এই বিশ্বাস যতক্ষণ না কারও জীবনে কোনও ক্ষতি করছে, এগুলোকে 'কু' বলা চলে না। কিন্তু অন্ধবিশ্বাস যদি মানুষের জীবন নিয়েই প্রশ্ন তোলে, সেটা অবশ্যই খারাপ। এমনই একটা গল্প বলবে 'লক্ষ্মী ছেলে''।
আরও পড়ুন: Kaushik Ganguly Exclusive: 'উজান সুযোগ দিলে ওর লেখা চিত্রনাট্যে কাজ করতে চাই'
বলিউডের লাল সি চড্ডা (Laal Singh Chaddha) থেকে শুরু করে বাংলার ধর্মযুদ্ধ (Dharma Juddha), বিসমিল্লা (Bishmillah), সোশ্যাল মিডিয়ায় একাধিকবার এই ছবিগুলি ঘিরে বয়কট বিতর্ক উঠেছে। ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হ্যাশট্যাগ বয়কট। এতে নাকি ভিউজ হারাচ্ছে ছবি। নতুন কাজ মুক্তির আগে কৌশিকের মনের কোনেও কি সেই আশঙ্কা রয়েছে? পরিচালক বলছেন, 'আমার মনে হয় না হ্যাশট্যাগ বয়কটের জন্য় দর্শক প্রেক্ষাগৃহে ছবি দেখতে আসা বন্ধ করবেন। কারও যদি কোনও আপত্তি থাকে তবে সুচিন্তিত মতামতে জানান। আর হ্যাঁ, দর্শক এতদিন ধরে আমার চিত্রনাট্য দেখছেন। কৌশিক গঙ্গোপাধ্যায়ের চিত্রনাট্যের ওপর মানুষের ভরসা তৈরি হয়েছে যে এই ছবি কাউকে আঘাত করবে না। 'লক্ষ্মী ছেলে' ও তেমনই একটা ছবি যেখানে বয়কট করা হবে শুধুমাত্র কুসংস্কার আর অন্ধবিশ্বাসকে।'
করোনা পরবর্তী সময়ে 'উইন্ডোজ' প্রযোজিত তৃতীয় ছবি হিসেবে মুক্তি পাচ্ছে 'লক্ষ্মী ছেলে'। এর আগে মুক্তি পেয়েছিল 'বাবা, বেবি ও' এবং 'বেলাশুরু'। এরমধ্যে 'বেলাশুরু' বক্স অফিসে দাগ কেটেছে। কৌশিক বলছেন, 'আমি উইন্ডোজ এর এই ব্যবহারে কৃতজ্ঞ। ওদের হাতে নিজেদের পরিচালিত ছবিও ছিল আর আমার পরিচালিত ও। কিন্তু আমার পরিচালিত ছবিকে রেখে ওরা নিজেদের পরিচালিত ছবি মুক্তির পরিকল্পনা করেছি। তখনও হয়তো করোনা আতঙ্ক সম্পূর্ণ কাটেনি। তবে প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে পেরেছিল বেলাশুরু। এবার 'লক্ষ্মী ছেলে'-র পালা।