'Love, Sex aur Dhokha 2': দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় শুরু হল 'লভ, সেক্স অউর ধোকা ২' ছবির শ্যুটিং
Upcoming Film: দিবাকর বন্দ্যোপাধ্যায় এবার নিয়ে আসছেন 'লভ, সেক্স অউর ধোকা ২'। 'এলএসডি ২' (LSD 2) মূলত সম্পর্কের বিভিন্ন জটিল পর্যায় নিয়ে তৈরি এবং আধুনিক সম্পর্কের বিভিন্ন স্তরে আলোকপাত করবে।
নয়াদিল্লি: সোমবার থেকে শুরু হল 'লভ, সেক্স অউর ধোকা ২'-এর (Love, Sex Aur Dhokha 2) শ্যুটিং (Shooting)। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার হিট 'লভ, সেক্স অউর ধোকা' ছবির সিক্যোয়েল এটি। দিবাকর বন্দ্যোপাধ্যায় (Dibakar Banerjee) পরিচালিত এই ছবিকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরীক্ষামূলক বলে ধরা হয়।
শ্যুটিং শুরু হল 'লভ, সেক্স অউর ধোকা ২' ছবির ট্রেলার
দিবাকর বন্দ্যোপাধ্যায় (Dibakar Banerjee) এবার নিয়ে আসছেন 'লভ, সেক্স অউর ধোকা ২'। 'এলএসডি ২' (LSD 2) মূলত সম্পর্কের বিভিন্ন জটিল পর্যায় নিয়ে তৈরি এবং আধুনিক সম্পর্কের বিভিন্ন স্তরে আলোকপাত করবে। এখনের সম্পর্কে প্রয়োজনীয় উপাদান ইন্টারনেটের ব্যবহারও দেখা যাবে এই ছবিতে। প্রথম ছবির প্রেক্ষাপটে তৈরি 'এলএসডি ২' আরও বেশি স্পষ্ট হতে চলেছে বলেই আশা অনুরাগীদের। দর্শকদের জন্য আরও গভীর কোনও ছবি নিয়েই আসবেন পরিচালক, আশায় সকলে। প্রেম, ভালবাসা, বিশ্বাসঘাতকতা, এবং তার পরিপ্রেক্ষিতে টেকনোলজি পরিচালিত সমাজে যে ফলাফল ভোগ করতে হয়, সবই মিলবে এই ছবিতে।
সোশ্যাল মিডিয়ায় ছবির নির্মাতারা শ্যুটিং শুরুর কথা ঘোষণা করেন। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক দিবাকর বন্দ্যোপাধ্যায় প্রথম ছবির মতো এবং আরও টানটান গল্প নিয়ে আসার কথা দিয়েছেন। যদিও ছবির কাস্ট সম্পর্কিত সমস্ত তথ্য রয়েছে গোপন। কোনও অফিসিয়াল ঘোষণা হয়নি এখনও।
'বালাজি টেলিফিল্মস লিমিটেড' ও 'কাল্ট মুভিজ' নিবেদিত 'লভ, সেক্স অউর ধোকা ২' ছবির প্রযোজক একতা আর কপূর (Ekta Kapoor) ও শোভা কপূর। এই ছবি ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা প্রেক্ষাগৃহে।
View this post on Instagram
প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি 'লভ সেক্স অউর ধোকা'। ছবির গল্প লিখেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং কানু বহেল। তিনটি এলাদা অথচ একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা গল্প নিয়ে তৈরি হয় ছবিটি। যাকে বলে অ্যান্থোলজি। সঙ্গে ছিল অনার কিলিংয়ের মতো বিষয়ও। একটি এমএমএস স্ক্যান্ডাল এবং স্টিং অপারেশন ছিল সেই গল্পতে। দর্শকদের কাছে জনপ্রিয় হয় ছবিটি। এবারও তেমনই টানটান উত্তেজনা ভরা গল্প নিয়ে আসছে সিক্যুয়েল 'লভ সেক্স অউর ধোকা ২'। 'বিগ বস' অনুষ্ঠানের শেষ সিজন থেকে যদিও ছবির একজন নায়িকাকে বেছেছিলেন একতা কপূর। জানা গিয়েছিল, ছবিতে দেখা যাবে নিমরিত কৌর আলুওয়ালিয়াকে (Nimrit Kaur Ahluwalia)। যিনি এর আগে ধারাবাহিক 'ছোটি সর্দারনি'তে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন। এবার দর্শকদের অপেক্ষা নির্মাতাদের তরফে সম্পূর্ণ কাস্টের নাম শোনার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন