Sanjay Dutt Birthday: সঞ্জয়ের জন্মদিনে স্ত্রী মান্যতার মিষ্টি পোস্ট
সোশ্যাল মিডিয়াতেই সুপারস্টার স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী মান্যতাও। সঙ্গে মন ছুঁয়ে যাওয়া বার্থডে নোট। যা এখন ট্রেন্ডিং সোশ্যাল সাইটে।
![Sanjay Dutt Birthday: সঞ্জয়ের জন্মদিনে স্ত্রী মান্যতার মিষ্টি পোস্ট Maanayata Dutt pens heartwarming birthday note for superstar husband Sanjay Dutt Sanjay Dutt Birthday: সঞ্জয়ের জন্মদিনে স্ত্রী মান্যতার মিষ্টি পোস্ট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/29/222e0b6f6caabfd811cf967fd2e617fb_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১। ৬২ বছরে পদার্পণ করলেন সঞ্জয় দত্ত। বলিউড থেকে আমজনতা যাঁকে সঞ্জুবাবা বলেই বেশি চেনে। স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের উপচে পড়া শুভেচ্ছাবার্তা।
সোশ্যাল মিডিয়াতেই সুপারস্টার স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী মান্যতাও। সঙ্গে মন ছুঁয়ে যাওয়া বার্থডে নোট। যা এখন ট্রেন্ডিং সোশ্যাল সাইটে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্বামী সঞ্জয়ের সঙ্গে মিষ্টি একটা ছবি পোস্ট করেছেন মান্যতা।
ছবির সঙ্গে ক্যাপশনে ভালোবাসায় মুড়িয়ে লিখেছেন জন্মদিনের শুভেচ্ছাবার্তা। স্বামীর জন্য ভালোবাসা, সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, খুশির মুহূর্তভরা একটা দিন এবং খুশির দিনভরা একটি বছর পাও তুমি। ভালোবাসা, শান্তি, স্বাস্থ্য ও সাফল্য, সব তোমার হোক। প্রার্থনা করি, যেন ঈশ্বর চিরকাল তোমারই দলে থাকেন। ঈশ্বর যেন একইভাবে তোমাকে সাহস এবং লড়াই করার শক্তি দিয়ে আশীর্ব্বাদ করতে থাকেন। অনেক ভালোবাসা।
২০০৮ সালে সাত পাকে বাঁধা পড়েন সঞ্জয় দত্ত ও মান্যতা। সঞ্জয় দত্তের থেকে ১৯ বছরের ছোট মান্যতা। অভিনয়ের সুবাদেই পরিচয় হয় সঞ্জয় ও মান্যতার। সেখান থেকে বন্ধুত্ব পেরিয়ে পরবর্তীকালে সম্পর্ক তৈরি হয় তাঁদের। এরপর গোয়ায় গিয়ে বিয়ে করেন তাঁরা। তাঁদের ১০ বছরের যমজ সন্তান রয়েছে, শাহরান ও ইকরা। সপরিবারে প্রায়ই তাঁদের ছবি পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তাঁর অভিনীত সিনেমা যেমন তাঁকে লাইমলাইটে রেখেছে, সেই সঙ্গে অভিনেতার ব্যক্তিগত জীবনও বরাবরই চর্চায় থেকেছে। এর আগে রিচা শর্মার সঙ্গে বিয়ে হয় তাঁর। যদিও ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রিচার। সঞ্জয় ও রিচার এক সন্তান রয়েছে, নাম ত্রিশলা।
ইতিমধ্যেই তাঁর আগামী ছবি 'কেজিএফ: চ্যাপ্টার ২'-এর নতুন লুক এবং পোস্টার প্রকাশ্যে এনেছেন। অজয় দেবগণের 'ভূজ: দ্য প্রাইড অব ইন্ডিয়া'-তেও দেখা যাবে সঞ্জয় দত্তকে। এছাড়া রণবীর কপূর ও বাণি কপূরের সঙ্গে 'শমশেরা'-ও মুক্তির অপেক্ষায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)