নিজের হাতে তৈরি খিচুড়ি ভোগ, নতুন বাড়িতে প্রথম লক্ষ্মীপুজো কেমন কাটল মধুমিতার?
বাড়িতেই ছোট্ট আয়োজন। নিজের হাতে ভোগ রান্না করলেন এই প্রথমবার। কোজাগরী লক্ষ্মীপুজোয় ঠাকুরকে সাজিয়ে দিলেন প্রসাদ। নতুন বাড়িতে এই প্রথমবার লক্ষ্মী আরাধনায় অভিনেত্রী মধুমিতা সরকার।
কলকাতা: বাড়িতেই ছোট্ট আয়োজন। নিজের হাতে ভোগ রান্না করলেন এই প্রথমবার। কোজাগরী লক্ষ্মীপুজোয় ঠাকুরকে সাজিয়ে দিলেন প্রসাদ। নতুন বাড়িতে এই প্রথমবার লক্ষ্মী আরাধনায় অভিনেত্রী মধুমিতা সরকার।
চাঁপা রঙের শাড়িতে কোজাগরীর সন্ধেতে লক্ষ্মীমন্তই দেখাচ্ছিল মধুমিতাকে। নিজের হাতে সমস্ত আয়োজন করলেন। তবে এর আগেও লক্ষ্মীপুজো করেছেন মধুমিতা। কিন্তু নতুন বাড়িতে এই প্রথমবার পুজো করলেন তিনি। সারা বছরের ব্যস্ততা সামলেও এই দিনটা বাড়ির জন্যই রাখলেন তিনি।
সম্প্রতি রাজদীপের সঙ্গে নতুন ওয়েবসিরিজের শ্যুটিং শুরু করেছেন মধুমিতা। হাতে রয়েছে আরও একটি ওয়েবসিরিজের কাজও। সদ্য পুজো গিয়েছে। এখনও তাঁর ব্যস্ততা কাটেনি। তবে তার মধ্যেই সময় বের করে নিজের হাতে খিচুড়ি ভোগ রান্না করলেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে এসভিএফ মিউজিকের ব্যানারে মধুমিতার নতুন মিউজিক ভিডিও 'ও মন রে'। এই ভিডিওতে তাঁর বিপরীতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। মধুমিতার অভিনয় মন ছুঁয়েছে অনেকেরই। ইতিমধ্যেই কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন নতুন ভিডিওটি।
মিউজিক ভিডিওতে জুটি বাঁধার অফার পেয়ে কেমন লেগেছিল? এবিপি লাইভকে মধুমিতা বলেছিলেন, 'প্রথমবার যখন অফার আসে, আমি কনটেন্টটা দেখতে চেয়েছিলাম। আমি বরাবরই তনভীরের ভক্ত। ও এই গানটা গেয়েছে শুনেই রাজি হয়ে গিয়েছিলাম। তারপর শুনেছিলাম গানে আমার বিপরীতে অভিনয় করছে যশ। খুব চেষ্টা করেছি, আমার দিক থেকে কোনও ভুল যেন না হয়। আর হ্যাঁ, আমায় যেন মোটা না লাগে। তবে হ্যাঁ, শ্যুট হয়ে যাওয়ার পর দেখলাম আমায় পারফেক্ট লাগছে। যশকেও পারফেক্ট লাগছে। আর শ্যুটটাও পারফেক্টভাবেই হয়ে গেল। ভীষণ খুশি আমি।'
সোশ্যাল মিডিয়ায় হামেশাই নিজের নতুন নতুন ছবি শেয়ার করেন মধুমিতা। নায়িকার সম্মোহনে ঘায়েল গোটা নেটদুনিয়া। সম্প্রতি পদ্মপুকুরে নৌকায় ভেসে একটি ভিডিও আপলোড করেছিলেন মধুমিতা। বাদ যায়নি এই পোস্টটিও। জলের মধ্যে মধুমিতার ছবি দেখে নেটিজেনদের মন্তব্য, জলপরীর মতোই দেখাচ্ছে তাঁকে। কেউ কেউ আবার লিখেছেন, মধুমিতার নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁরা।