Madhumita Sarcar: ভালবাসার দিনে প্রেমিককে খোলা প্রেমের চিঠি মধুমিতার, অন্যদিকে সৌরভের কলমে কবিতা
Madhumita Sarcar and Sourav Chakraborty: ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মধুমিতা

কলকাতা: তিনি প্রেমের বিষয়ে লুকোচুরি করেন না। সম্পর্ক নিয়ে, সম্পর্ক ভাঙা নিয়ে চিরকালই খোলামেলা তিনি। আর তিনি যে নতুন করে প্রেমে পড়েছেন, সোশ্যাল মিডিয়ায় সেই কথা জাহির করতেও দেরি করেননি। আজ ভ্যালেন্টাইন্স ডে। ভালবাসার দিন। আর সেইদিন সোশ্যাল মিডিয়ায় তিনি প্রেমের কথা বলবেন না, তাও কি হয়? সোশ্যাল মিডিয়ায় খোলাখুলি নিজের প্রেমের কথা, খোলা চিঠিতে লিখলেন মধুমিতা সরকার (Madhumitha Sarcar)।
ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর (Debmalya Chakravorty) -র সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন মধুমিতা। পায়ে পায়ে তাঁদের প্রেম পা দিয়েছে ৫ মাসে। মধুমিতা লিখছেন, 'পায়ে পায়ে পাঁচ মাস হয়ে গেল। তোমায় ছাড়া জীবনটা বড্ড ফিকে লাগে। পেটে ব্যথা না হয়ে যাওয়া পর্যন্ত হাসি, আমাদের খুব ছোট্ট ছোট্ট, কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু ঝগড়া হতেই পারে, কিন্তু তোমার সঙ্গে প্রত্যেকটা দিনই রোমাঞ্চ.. আর আমি চাই না এটা কখনও শেষ হোক। আমরা যে যে স্মৃতি এখন পর্যন্ত তৈরি করেছি আর যে কোটি কোটি স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করব.. চিয়ার্স তাদের। 'হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে'।' সোশ্যাল মিডিয়ায় মধুমিতার এই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।
কাজের ক্ষেত্রে, সদ্য মুক্তি পেয়েছে মধুমিতার অভিনীত ছবি 'ফেলুবক্সী'। এই ছবিতে সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি হিসেবে দেখা গিয়েছে তাঁকে। একজন রেডিও জকির চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা। অন্যদিকে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন সোহম। এই ছবির হাত ধরেই প্রথম টলিউডে পা রেখেছেন পরীমণি। তবে বক্সঅফিসে তেমন ছাপ ফেলতে পারেনি এই ছবি।
অন্যদিকে মধুমিতার পাশাপাশি প্রেমদিবসে প্রেমের কবিতে শেয়ার করে নিয়েছেন মধুমিতার প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীও। তবে মধুমিতার পোস্টে যখন প্রেমের ছড়াছড়ি, তখন সৌরভ যে ছবি শেয়ার করে নিয়েছেন, সেখানে তাঁকে একাই দেখা যাচ্ছে। চার লাইনের একটি প্রেমের কবিতা লিখেছেন সৌরভ। অনুরাগীরাও যথারীতি তাঁকে এই পোস্টে ভালবাসেই জানিয়েছেন এর আগে মধুমিতার প্রেমের খবর জানতে পেরে সৌরভ শুভেচ্ছাই জানিয়েছিলেন মধুমিতাকে।
View this post on Instagram
আরও পড়ুন: Rishav Basu: প্রেমদিবসে আরও এক প্রেমের গল্প! ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর প্রেমে মজেছেন ঋষভ বসু
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
