Rishav Basu: প্রেমদিবসে আরও এক প্রেমের গল্প! ইন্ডাস্ট্রির এক অভিনেত্রীর প্রেমে মজেছেন ঋষভ বসু
Rishav Basu Love Story: এর আগে ঋষভের জীবনে প্রেমের গুঞ্জন কানে আসলেও, কখনোই তাতে সিলমোহর দেননি ঋষভ। সবসময়েই বলেছে এসেছেন, এ শুধুই গুঞ্জন

কলকাতা: প্রেমে পড়েছেন অভিনেতা ঋষভ বসু (Rishav Basu)? ছোটপর্দা থেকে বড়পর্দা, ঋষভ বসু বর্তমানে টলিউডে বেশ পরিচিত নাম। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন তিনি। ওয়েব সিরিজ হোক বা বড়পর্দা, ভিন্ন ধারার চরিত্র থেকে মূলধারার অভিনয়, ঋষভ এখন পরিচালকদের অন্যতম পছন্দ হয়ে উঠেছেন। পর্দার পাশাপাশি, ঋষভ মঞ্চেও ভীষণ জনপ্রিয়। তবে ঋষভের ব্যক্তিগত জীবনে কী চলছে, তা তিনি সযত্নে গোপনেই রাখেন। তবে এই প্রথম নিজের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় মেলে ধরলেন ঋষভ।
এর আগে ঋষভের জীবনে প্রেমের গুঞ্জন কানে আসলেও, কখনোই তাতে সিলমোহর দেননি ঋষভ। সবসময়েই বলেছে এসেছেন, এ শুধুই গুঞ্জন। তিনি ভীষণভাবে সিঙ্গল। তবে এবার ঋষভ খোলাখুলিই জানালেন, তাঁর জীবনে প্রেম এসেছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েই সেই খবর জানালেন তিনি। তবে নাহ.. প্রেমিকার পরিচয় রইল গোপনেই।
ঋষভ সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন। ছবিটি তোলা হয়েছে বারাণসীতে। সেখানে দেখা যাচ্ছে, একটি নৌকায় বসে রয়েছেন ঋষভ। গঙ্গাবিহার। তাঁর পরণে সাদা ধুতি পাঞ্জাবি, গলায় কালো চাদর। অন্যদিকে, ঋষভের পাশেই বসে রয়েছেন এক যুবতী। তাঁর পরণে টকটকে লাল শাড়ি। খোলা চুলে যুবতী তাকিয়ে রয়েছেন দূরের দিকে। অন্য দিকে মুখ ঘুরিয়ে। কাজেই তাঁর মুখ বোঝা যাচ্ছে না একেবারেই।
কে এই রহস্যময়ী? জানতে ঋষভের সঙ্গে যোগাযোগ করেছিল এবিপি লাইভ (ABP Live)। ঋষভ জানালেন, ছবি দেখে সবাই যা ভাবছে, তা সত্যিই। প্রেমে পড়েছেন তিনি। তবে প্রেমিকার পরিচয় এখনই প্রকাশ্যে আনতে নারাজ অভিনেতা। তবে তিনি এইটুকু জানালেন, তাঁর প্রেমিকা ইন্ডাস্ট্রিরই মানুষ। পেশায় মডেল ও অভিনেত্রী। সেই সূত্র ধরেই তাঁদের প্রেম। তবে প্রেমিকার তরফ থেকে এখনও নাকি পরিচয় জানানোর অনুমতি নেই।
ঋষভের এই ছবি দেখে একজন মন্তব্য করেছেন, 'ঋষভ বোধহয় সিদ্ধান্ত নিয়েছিল, ভ্যালেন্টাইন্স ডে-র দিনই মহিলা অনুরাগীদের মন ভাঙব।' অনেকেই আবার ঋষভের ছবিতে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের জুটিকে। অনেকে আবার জিজ্ঞাসা করেছেন পরিচয়। সবাই জানতে চান, কার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ঋষভ? তবে সেই উত্তর এখনও অজানাই।
View this post on Instagram
আরও পড়ুন: Ritabhari Chakraborty: রহস্য আর খুন.. নতুন ছবির টিজারে অচেনা ঋতাভরী
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
