এক্সপ্লোর
ইনি অভিনেতা ফিরোজ খান, তাঁর মহাভারতের ‘অর্জুন’ হয়ে ওঠার কাহিনি শুনুন
মহাভারতে অভিনয় করার সময় নিজের নাম বদলে রেখেছিলেন চরিত্রের নামে। তারপরে সেই নামেই পরিচিত হয়ে গিয়েছিলেন দূরদর্শনে সম্প্রচারিত মহাভারতের অর্জুন। সম্প্রতি সাক্ষাৎকারে নিজের নাম বদল নিয়ে মুখ খুললেন অভিনেতা ফিরোজ খান।

মুম্বই: মহাভারতে অভিনয় করার সময় নিজের নাম বদলে রেখেছিলেন চরিত্রের নামে। সেই থেকে ওই নামেই পরিচিত হয়ে গিয়েছিলেন দূরদর্শনে সম্প্রচারিত মহাভারতের অর্জুন। সম্প্রতি সাক্ষাৎকারে নিজের নাম বদল নিয়ে মুখ খুললেন অভিনেতা ফিরোজ খান। লকডাউনের জেরে বন্ধ সমস্তরকম অফিস, কাজ। বন্ধ হয়ে রয়েছে সমস্ত ধারাবাহিকের শ্যুটিং ও। কাজেই সম্প্রচার বন্ধ রয়েছে নতুন এপিসোডের। চ্যানেলের নির্মাতারা তাই ফিরিয়ে এনেছেন ৯০-এর দশকের সমস্ত ধারাবাহিকগুলি। দূরদর্শনে ফের সম্প্রচারিত হচ্ছে রামায়ণ, মহাভারত, আবার যখের ধন-এর মত জনপ্রিয় ধারাবাহিকগুলি। তাই ফের একবারে উঠে আসছে কিংবদন্তি চরিত্রগুলি। ‘অর্জুন’ ফিরোজ খান জানান, তাঁকে প্রথম নাম বদলের পরামর্শ দিয়েছিলেন মহাভারতের চিত্রনাট্য লেখক রাহি মাসুম রাজা। তিনি বলেন, ২৩ হাজার প্রতিযোগীর মধ্যে থেকে নাকি অর্জুন চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছিল ফিরোজ খানকে। তাই একরকমভাবে অর্জুনের মতোই জয়ী ফিরোজ। আর চরিত্রের নামে নিজের নামকরণ করলে আরও আত্মস্থ হবে চরিত্র। অর্জুনের সঙ্গে একাত্ম হতে পারবেন ফিরোজ। অন্যদিকে, চরিত্রটিকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে পারবেন তিনি। রাহি মাসুম রাজা আরও পরামর্শ দিয়েছিলেন যে অর্জুন নামে সেসময় কেউ ছিলেন না ছোটপর্দার অভিনয় জগতে। তাই ফিরোজকে চেনা যাবে সহজেই, বাড়বে জনপ্রিয়তাও। এই পরামর্শ সত্যিই মনে ধরে ফিরোজের। নিজের নামের সঙ্গে অর্জুন যোগ করার সিদ্ধান্ত নেন তিনি। ছোটপর্দায় সত্যিই ম্যাজিক দেখিয়েছিল 'অর্জুন' চরিত্রটি। মহাভারতের সঙ্গে সঙ্গে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল চরিত্রটি। পর্দা থেকে ব্যক্তিগত, সব জীবনেই ফিরোজ তখন পুরোদস্তুর 'অর্জুন'। আর ফের একবার ছোটপর্দায় ফিরে এসে সেই একইরকম ম্যাজিক দেখাচ্ছে ৯০-এর দশকের অর্জুন ও তাঁর মহাভারত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















