Mahananda Teaser Out: মুক্তি পেল অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা' ছবির টিজার
Mahananda Teaser Out: ৮ এপ্রিল বড়পর্দায় আসছে অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা'। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি মুক্তির খবর নিজেই জানান পরিচালক। সোশ্যাল মিডিয়ায় 'মহানন্দা'-র পোস্টার পোস্ট করেন পরিচালক।
কলকাতা: প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি 'মহানন্দা'র (Mahananda) টিজার। খ্যাতনামা পরিচালক অরিন্দম শীলের (Arindam Sil) পরিচালনায় 'মহানন্দা' বলবে এমন এক গল্প যা মহান লেখিকা, সমাজকর্মী ও শিক্ষাবিদ মহাশ্বেতা দেবীর জীবন ও সময় থেকে অনুপ্রাণিত।
ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী গার্গী রায় চৌধুরীকে (Gargee RoyChowdhury)। এছাড়াও ছবিতে রয়েছেন ইশা সাহা, দেবশঙ্কর হালদার, অর্ণ মুখোপাধ্যায় প্রমুখরা। ছবির টিজারে দেখা মিলল এক উত্তপ্ত বঙ্গের। যেখানে সামাজিক, রাজনৈতিক সমস্ত পরিস্থিতিই টালমাটাল। টিজার শুরু হচ্ছে ইশা সাহার কণ্ঠে। খানিক বাদে দেখাও মিলছে তাঁর। নতুন লুকে গার্গী রায় চৌধুরী ছোট্ট টিজারেও নজর কাড়ছেন।
৮ এপ্রিল বড়পর্দায় আসছে অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা'। সোশ্যাল মিডিয়ায় নতুন ছবি মুক্তির খবর নিজেই জানান পরিচালক। সোশ্যাল মিডিয়ায় 'মহানন্দা'-র পোস্টার পোস্ট করেন পরিচালক অরিন্দম শীল। লেখেন, 'আনন্দের সঙ্গে সবাইকে জানাচ্ছি, ২০২২ সালের ৮ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'মহানন্দা'। মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত এই ছবি দেখতে পাবেন আপনাদের সবচেয়ে কাছের প্রেক্ষাগৃহে।'
View this post on Instagram
পোস্টার মুক্তির দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন গার্গী। সঙ্গে লেখেন, 'আমার নতুন ছবি 'মহানন্দা'-র পোস্টার সবার সঙ্গে ভাগ করে নিতে আমার ভীষণ আনন্দ হচ্ছে। এই ছবিটি জনপ্রিয় লেখিকা ও সমাজকর্মী মহাশ্বেতা দেবীর জীবন থেকে অনুপ্রাণিত। এই ছবিটি সত্যিই আমার মনের ভীষণ কাছের। চলতি বছরেই মুক্তি পাবে 'মহানন্দা'। এই ছবিটির জন্য আপনাদের সকলের শুভেচ্ছা, ভালোবাসা ও আশীর্বাদের প্রয়োজন আমাদের।' এর আগে মহাশ্বেতা দেবীর 'লুক'-এ সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী।'
আরও পড়ুন: New Bengali Movie: অর্ঘ্যদীপের প্রথম প্রেমের ছবি 'চিরসখা হে'র হাত ধরে টলিউডে নতুন জুটি তনুশ্রী-ঈশান
এই ছবিতে বিধান ভট্টাচার্যের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে। কেবল মহাশ্বেতা দেবীর জীবন নয়, এই ছবির একটি বড় অংশ জুড়ে থাকবে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপট। ছবির পোস্টারের পর টিজারেও সেই আভাস পাওয়া গেল।