এক্সপ্লোর
মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্কে সবুজ সঙ্কেত কপূর পরিবারের? নয়া পার্টির ছবি ঘিরে জল্পনা
নয়াদিল্লি: বলিউড অভিনেতা অর্জুন কপূর ও মালাইকা অরোরার প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। অর্জুনকে আরও একবার মালাইকা ও তাঁর বন্ধু করিনা কপূরের গার্ল গ্যাংয়ের সঙ্গে লেট নাইট পার্টিতে মজা করতে দেখা গেল। কিন্তু এবারে ওই পার্টির ছবিতে একটা উল্লেখযোগ্য বিষয় ধরা পড়েছে। এই প্রথম দুজনের সঙ্গে দেখা গেল অর্জুনের কাকিমা মাহিপ কপূরকে। উল্লেখ্য, মাহিপ অর্জুনের কাকা সঞ্জয় কপূরের স্ত্রী।
অর্জুন ও মালাইকাকে কয়েকবারই একসঙ্গে ঘুরতে ও পার্টিতে যেতে দেখা গিয়েছে।কিন্তু এই প্রথম এ ধরনের পার্টিতে দেখা গেল অর্জুনের কাকিমাকে। আর এরপরই জল্পনা শুরু হয়েছে যে, মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ককে পছন্দ করছে কপূর পরিবার। কিছুদিন আগে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল যে, অর্জুন ও মালাইকা আগামী বছরে তাঁদের বিয়ের পরিকল্পনা করছেন।
যে লেট নাইট পার্টির কথা হচ্ছে, সেখানে মালাইকা ও অর্জুনকে একে অপরের খুব কাছাকাছি দেখা গিয়েছে। মাহিপও মালাইকার সঙ্গে যথেষ্ট মজা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই পার্টির ভিডিও ভাইরাল হয়েছে। মাহিপ নিজেই ওই পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
পার্টিতে করিনাকে মালাইকার ছোট বোন অমৃতা অরোরা ও আরও অনেক বন্ধুদের সঙ্গে দেখা গিয়েছে । অর্জুনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তর বুদ্ধিদীপ্তভাবে এড়িয়ে গিয়েছেন মালাইকা।
উল্লেখ্য, বিগত কিছুদিন তাঁদেরকে বেশ কিছু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে। শুধু তাই নয়, মালাইকার জন্মদিন পালনের জন্য অর্জুন তাঁর সঙ্গে বিদেশেও গিয়েছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement