Malaika Arora Father Death: প্রয়াত মালাইকার বাবা, শেষকৃত্যে হাজির আরবাজ খান, সঙ্গী স্ত্রী শৌরা, 'প্রেমিকা'র পাশে অর্জুনও
Malaika Arora: সূত্রের খবর, ৬৫ বছর বয়সী অনিল, ৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার আগে তাঁর দুই মেয়ে মালাইকা ও অমৃতাকে ফোন করেন। তাঁদের ফোনে তিনি বলেন যে 'আমি ক্লান্ত'।
নয়াদিল্লি: বুধবার, ১১ সেপ্টেম্বর, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মালাইকা অরোরার (Malaika Arora) বাবা অনিল কূলদীপ মেহতা (Anil Kuldeep Mehta)। আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মালাইকা ও তাঁর পরিবারের পাশে দাঁড়াতে উপস্থিত হয়েছিলেন ইন্ডাস্ট্রির অজস্র বন্ধু ও সহকর্মীরা। দেখা মিলল মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানের (Arbaaz Khan)। তিনি এসেছেন স্ত্রী শৌরা খানের (Shura Khan) সঙ্গে। তিনিই প্রথম মালাইকার বাবার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতে ছুটে যান সেখানে।
মালাইকার বাবার শেষকৃত্যের হাজির আরবাজ-শৌরা
বুধবার যখন খবর পাওয়া যায় যে মালাইকা অরোরার বাবা আত্মঘাতী হয়েছেন তখন বাড়িতে কেবল তাঁর মা। খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে ছুটে যান মালাইকার প্রাক্তন স্বামী, সলমনের ভাই আরবাজ। পরে সেলিম খান, সালমা খান, সোহেল খান, আলভিরা অগ্নিহোত্রী ও খান পরিবারের বাকি সদস্যরা পৌঁছন মালাইকার বান্দ্রার বাড়িতে।
মালাইকার মা জয়েশ পলিকার্পকে অভিনেতা আরবাজ খান ও নাতি আরহানই সঙ্গে করে নিএ যান। স্বামীর আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভেঙে পড়েন তিনি। শেষকৃত্যের পথে যেতে যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে তাঁকে কান্নায় ভেঙে পড়তে দেখা যাচ্ছে।
মালাইকার কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অর্জুন কপূরও (Arjun Kapoor)। করিনা, করিশ্মার সঙ্গে দেখা মেলে অর্জুনেরও। আনুষ্ঠানিকভাবে না জানালেও একাধিক সূত্রের খবর, প্রেমে ভাঙন ধরেছেন অর্জুন ও মালাইকার। তবে তা অন্তরায় হয়নি বন্ধুত্বে। বুধবারই খবর পেয়ে অভিনেত্রীর বাড়ি পৌঁছন অর্জুন। মালাইকাকে সান্ত্বনা দিয়ে তাঁকে সঙ্গে করে বাড়ি থেকে বেরোতে দেখা যায় অর্জুনকে।
উল্লেখ্য একাধিক খবর আসছে সামনে যা অনুযায়ী, ৬৫ বছর বয়সী অনিল, ৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার আগে তাঁর দুই মেয়ে মালাইকা ও অমৃতাকে ফোন করেন। তাঁদের ফোনে তিনি বলেন যে 'আমি ক্লান্ত'। এরপরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে খবর। সূত্রের খবর, মুম্বই পুলিশকে মালাইকার মা জয়েশ পলিকার্প জানিয়েছেন যে এই ঘটনা যখন ঘটে তিনিও বাড়িতেই ছিলেন। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা নাগাদ। বসার ঘরে স্বামীর চপ্পল রয়েছে দেখে তাঁকে খুঁজতে শুরু করেন জয়েশ। ব্যালকনিতেও খুঁজে না পেয়ে রেলিং থেকে উঁকি দিয়ে দেখে নীচে জটলা হয়ে রয়েছে এবং সিকিউরিটি গার্ড সাহায্যের জন্য চিৎকার করছেন। তখনই তিনি বুঝতে পারেন বড় কোনও গন্ডগোল হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।