এক্সপ্লোর
কেরিয়ারের শুরুতে গাত্রবর্ণ নিয়ে বৈষম্যের শিকার হতে হয়েছিল, বললেন মালাইকা
সিনে ইন্ডাস্ট্রিতে শিল্পীদের অনেক সময় গাত্রবর্ণ নিয়ে বৈষম্যের মুখে পড়তে হয় বলে অভিযোগ। বেশ কিছু ক্ষেত্রে গায়ের রং, সৌন্দর্য্য ও ওজন নিয়েও শিল্পীদের উপেক্ষার শিকার হতে হয় বলে অভিযোগ। আর এ ধরনের বৈষম্য নিয়ে অভিনেত্রী মালাইকা অরোরার প্রতিক্রিয়া সামনে এল।
![কেরিয়ারের শুরুতে গাত্রবর্ণ নিয়ে বৈষম্যের শিকার হতে হয়েছিল, বললেন মালাইকা Malaika arora opens up about her struggle in her starting career কেরিয়ারের শুরুতে গাত্রবর্ণ নিয়ে বৈষম্যের শিকার হতে হয়েছিল, বললেন মালাইকা](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/02/26163929/Malaika-Arora-Khan1new-418x400.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ফিটনেস সম্পর্কে খুঁতখুঁতে মালাইকা। যোগ ব্যায়াম তাঁর খুবই পছন্দের।
মুম্বই: সিনে ইন্ডাস্ট্রিতে শিল্পীদের অনেক সময় গাত্রবর্ণ নিয়ে বৈষম্যের মুখে পড়তে হয় বলে অভিযোগ। বেশ কিছু ক্ষেত্রে গায়ের রং, সৌন্দর্য্য ও ওজন নিয়েও শিল্পীদের উপেক্ষার শিকার হতে হয় বলে অভিযোগ। আর এ ধরনের বৈষম্য নিয়ে অভিনেত্রী মালাইকা অরোরার প্রতিক্রিয়া সামনে এল। তিনি জানিয়েছেন, কেরিয়ারের শুরুতে তাঁকে এ ধরনের বৈষম্যের সম্মুখীন হতে হয়েছিল। শ্যামলা রঙের জন্য উপেক্ষার শিকার হয়েছিলেন তিনি।
মালাইকা বলেছেন, এতে তাঁর কোনও পরোয়া ছিল না। বরং ওই সব লোকেদের জন্য এটা ভেবে খারাপ লাগত যে, তারা একটা বাঁধা ছকের বাইরে চিন্তাভাবনা করতে পারে না।
নেহা ধূপিয়ার একটি শো-তে এ কথা বলেন মালাইকা। ছাঁইয়া ছাঁইয়া, গুড় নাল ইশক মিঠা, মাহি বে, কাল ধমাল ও মুন্নি বদনাম হুয়ি-র মতো আইটেম নম্বরের জন্য জনপ্রিয় মালাইকা এখন অভিনেতা অর্জুন কপূরের সঙ্গে সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে রয়েছেন।
মালাইকা বলেছেন, ট্রোল নিয়েও তাঁর কোনও মাথাব্যাথা নেই। সম্প্রতি মালাইকা জানিয়েছেন, কীভাবে বিয়ে করতে চান তিনি। তাঁর এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে যে, মালাইকা সম্ভবত খুব তাড়াতাড়ি অর্জুন কপূরের সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)