এক্সপ্লোর
'ভোজপুরী গান শোনাতে' পাঁচিল টপকে অমিতাভের 'জলসা'য় ঢুকে গ্রেফতার যুবক
!['ভোজপুরী গান শোনাতে' পাঁচিল টপকে অমিতাভের 'জলসা'য় ঢুকে গ্রেফতার যুবক Man Sneaks Into Amitabh Bachchans Bungalow Wanted Big B To Listen To His Bhojpuri Song 'ভোজপুরী গান শোনাতে' পাঁচিল টপকে অমিতাভের 'জলসা'য় ঢুকে গ্রেফতার যুবক](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/01190133/Amitabh-1-580x345-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে, রক্ষীদের চোখ ফাঁকি দিয়ে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের মুম্বইয়ের জুহুর বাড়িতে ঢুকে পড়ল বছর ২৫-এর এক যুবক। অনধিকার প্রবেশের অভিযোগে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম বুলেট বনওয়ারি লাল যাদব। বিহারের বাসিন্দা হলেও এখন পুণেতে থাকে সে। যাদবের দাবি, সে পেশায় সঙ্গীতশিল্পী। প্রসঙ্গত, প্রতি রবিবার অনুরাগী এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করেন বিগ বি। সেইমতো বাংলোর বাইরে ভিড় জমান ভক্তরা। জানা গিয়েছে, রবিবার দুপুর ২ টো নাগাদ বাংলোর বাইরের পাঁচিল টপকে, রক্ষীদের নজর এড়িয়ে ঢুকে পড়ে সে। সেই সময় বহু মানুষের ভিড় অমিতাভের বাড়ির বাইরে। সেই সুযোগেই পাঁচিল টপকে সবার চোখ ফাঁকি দিয়ে বচ্চনের 'জলসা'র ভিতর ঢুকে পড়ে যাদব।
কিন্তু কী উদ্দেশ্যে যাদব ঢুকেছিল, তা স্পষ্ট নয়। যাদবের বক্তব্য অনুযায়ী, নিজের গলায় প্রিয় অভিনেতাকে ভোজপুরী গান শোনানোর ইচ্ছে ছিল তার। এর পিছনে কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে জুহু থানার পুলিশ।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)