Mandira Bedi: 'তোমায় ছাড়া ৩৬৫ দিন', স্বামীর প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন মন্দিরা বেদি
Mandira Bedi on Raj Kaushal’s First Death Anniversary: ‘পেয়ার মে কভি কভি’, ‘সাদি কে লাড্ডু’-র ইত্যাদি বলিউড পরিচালক রাজ মাত্র ৪৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতবছর।
মুম্বই: ঠিক এক বছর আগে এইদিন মায়ানগরী আর পরিবার, প্রিয়জনকে বিদায় জানিয়েছিলেন পরিচালক প্রযোজক রাজ কৌশল (Raj Kaushal)। তাঁর আরও একটা পরিচয় রয়েছে, তিনি অভিনেত্রী মন্দিরা বেদি (Mandira Bedi)-র স্বামী। আজ তাঁর সঙ্গীর মৃত্যুবার্ষিকীর এক বছর পূরণ হল। সোশ্যাল মিডিয়ায় সেই আবেগ উপচে দিলেন মন্দিরা।
‘পেয়ার মে কভি কভি’, ‘সাদি কে লাড্ডু’-র ইত্যাদি বলিউড পরিচালক রাজ মাত্র ৪৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গতবছর। হৃদ্যন্ত্র বিকল হয়ে মারা যান তিনি। বৃহস্পতিবার, অর্থাৎ আজ, ৩০ জুন রাজের মৃত্যুর এক বছর পূর্ণ হল। তাঁর স্মৃতিতে আজ সকালে প্রেমে-বিরহে মাখা এক চিরকুটের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেত্রী স্ত্রী, মন্দিরা। সেখানে লেখা, '৩৬৫ দিন তোমায় ছাড়া', শেষে দেওয়া রয়েছে একটি ভাঙা হৃদয়ের ছবি। সেটিও হাতে আঁকা।
রাজ কৌশল মারা যাওয়ার দু-একদিন পরই সোশ্যাল মিডিয়ায় নিজেদের পুরনো ছবি পোস্ট করেছিলেন মন্দিরা। এবং সেখানেও ছবির নিচে হৃদয় ভাঙার ইমোজি দিয়েছিলেন। এই ঘটনার পর মাত্র একবারই ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। এরপর আরেকজন মহিলার সঙ্গে যখন মন্দিরা বেদি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, তখন একবারই ক্যামেরার লেন্সে ধরা পড়েন মন্দিরা বেদি।
আরও পড়ুন:Malaia-Arjun: জন্মদিন ঘিরে রইল প্যারিস, সুখস্মৃতি নিয়ে মুম্বই ফিরলেন মালাইকা-অর্জুন
স্বামীর মৃত্যুর পর যতই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করুন মন্দিরা, অতীতের অনেক-অনেক স্মৃতি তাঁকে এখনও পিছনে টানছে। তাঁর ভক্তরাও চাইছেন, মন্দিরা বেদির মুখে ফিরে আসুক, তাঁর সেই ট্রেডমার্ক হাসি।
এরপর অবশ্য একাধিকবার ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। বন্ধু মৌনী রায় (Mouni Roy)-এর বিয়েতে স্বমহিমায় হাজির ছিলেন মন্দিরা। বিয়ের সমস্ত রীতিনীতিকে তিনি ছিলে মৌনীর ছায়াসঙ্গী। শুধু তাই নয় সদ্য তাঁর মেয়ের জন্মদিনও উদযাপন করেছেন মন্দিরা। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি দেখে খুশি ভক্তরা।
তবে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করলেও বিরহ যেন ভিতরে ভিতরে মন খারাপ করায় মন্দিরার। আর আজ, রাজের মৃত্যুর ঠিক ১ বছর পরের এই দিনটায় মন্দিরা কয়েকটা হরফেই বুঝিয়ে দিলেন, সঙ্গীকে সর্বক্ষণই মনে পড়ে তাঁর।