এক্সপ্লোর
বিরোধিতার মুখে মণিকর্ণিকা, কঙ্গনার ছবির ভাগ্যও কি হতে চলেছে পদ্মাবতের মত?
![বিরোধিতার মুখে মণিকর্ণিকা, কঙ্গনার ছবির ভাগ্যও কি হতে চলেছে পদ্মাবতের মত? Manikarnika faces opposition: Is Kangana’s film heading the Padmaavat way? বিরোধিতার মুখে মণিকর্ণিকা, কঙ্গনার ছবির ভাগ্যও কি হতে চলেছে পদ্মাবতের মত?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/02/06122236/manikarnika.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: পদ্মাবত নিয়ে কার্ণি সেনার প্রতিবাদে জ্বলে উঠেছিল গোটা পশ্চিম ভারত। এবার আর এক ঐতিহাসিক ছবি বিক্ষোভের মুখে পড়তে চলেছে।
কঙ্গনা রানাওয়াতের মণিকর্ণিকা নিয়েও রাজস্থানে প্রতিবাদ দেখা দিয়েছে। সিপাহি বিদ্রোহের নায়িকা ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের জীবনের ওপর এগিয়েছে ছবির গল্প। গতকাল সর্ব ব্রাহ্মণ মহাসভা জয়পুরে অভিযোগ করেছে, ছবিতে ইতিহাস বিকৃত করা হয়েছে, দেখানো হয়েছে, এক বিদেশির সঙ্গে রানি লক্ষ্মীবাঈয়ের প্রেমের সম্পর্ক ছিল।
সর্ব ব্রাহ্মণ মহাসভার অভিযোগ, এক বিদেশির বই থেকে নেওয়া গল্প নিয়ে ছবির কাহিনী এগিয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছে রানির মর্যাদা। তাঁরা ছবির প্রযোজক কমল জৈনকে চিঠি লিখে জানতে চান, ছবির গল্প লিখেছেন কারা, কোন ঐতিহাসিকের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হয়েছিল ও ছবিতে কোনও গান থাকলে সে সম্পর্কে। কিন্তু প্রযোজক এখনও জবাব দেননি, ফলে তাঁর লক্ষ্য সম্পর্কে মহাসভা সন্দিহান।
রানি ব্রাহ্মণ ছিলেন, তাই মহাসভার বক্তব্য, ছবিতে এমন কিছু থাকা চলবে না যাতে ব্রাহ্মণদের আবেগ ও অনুভূতিতে আঘাত লাগে। দরকারে রাজ্য সরকার প্রযোজকদের কাছ থেকে এফিডেভিট নিয়ে নিশ্চিত করুক, তাঁর কোনও প্রেমের ব্যাপারে ছবিতে দেখানো হয়নি। ২৩ বছর বয়সে দেশের স্বাধীনতার লক্ষ্যে প্রাণ দিয়েছেন রানি, তাঁর কারও সঙ্গে সম্পর্ক থাকার প্রশ্নই ছিল না।
যদিও কমল জৈন জানিয়েছেন, মণিকর্ণিকায় রানি লক্ষ্মীবাঈকে যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা হয়েছে। ঝাঁসির পণ্ডিত সমাজ ও ঐতিহাসিকদের সঙ্গে কথা বলা হয়েছে এ ব্যাপারে। তিনি স্বাধীনতা সংগ্রামী থিলেন, দেশের অন্যতম শ্রদ্ধেয় নেত্রী, শৌর্যের প্রতীক। ছবির গল্প সে পথ ধরেই এগিয়েছে। কোনও প্রেম দেখানো হয়নি, ইতিহাস বিকৃতিরও প্রশ্ন নেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বিজ্ঞান
পুজো পরব
আইপিএল
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)