Mayakumari: ২০ জানুয়ারি মুক্তি পাবে অরিন্দম শীল পরিচালিত আবির-ঋতুপর্ণার ছবি 'মায়াকুমারী'
Mayakumari Film Release: 'মায়াকুমারী' মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ১৭ জুন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা করেছিল ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা
কলকাতা: পরিবর্তনের পরে প্রকাশ্যে এল অরিন্দম শীল (Arindam Sil) পরিচালিত 'মায়াকুমারী' (Mayakumari) ছবির মুক্তির দিন। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অরুণিমা ঘোষ (Arunima Ghosh), ইন্দ্রাশীষ রায় (Indrashish Roy), ফালাক রশিদ রায় (Falaque Rashid Roy)। আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ২০ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
'মায়াকুমারী' মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরের ১৭ জুন। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা করেছিল ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা। তারমধ্যেই ছিল 'মায়াকুমারী' মুক্তির দিনও। কিন্তু পরবর্তীকালে সেই মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়। নতুন মুক্তির দিন ধার্য করা হয় ২০২৩ এর ২০ জানুয়ারি।
আরও পড়ুন: Kirthan: পৈত্রিক বাড়ি ছেড়ে যেতে চান না পরাণ, সেই নিয়ে অশান্তি অরুণিমার সঙ্গে!
এই ছবির লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছিল। নজর কেড়েছিল আবিরের লুক। বড় চুল, পুরনো দিনের ধাঁচে সাজানো হয়েছিল আবিরকে। 'মায়াকুমারী'তে কাননকুমার-এর ভূমিকায় দেখা যাবে আবিরকে। শুধু তাই নয়, এই ছবির লুকের জন্য আবিরকে প্রস্থেটিক মেকআপও নিতে হয়েছিল।
৪০এর দশকের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মায়াকুমারী ও অভিনেতা কানন কুমারের গল্পই উঠে আসবে এই ছবিতে। কথিত রয়েছে, নায়িকা মায়াকুমারীর সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল অভিনেতা, পরিচালক কাননকুমারের। তবে আবার সেসময় শীতল ভট্টাচার্যের স্ত্রী ছিলেন মায়াকুমারী।
নায়িকা মায়াকুমারীর সঙ্গে কাননকুমারের সম্পর্ক তাই সেসময় ভালোভাবে নেয়নি সমাজ। পরবর্তীকালে সিনেমা জগত ছেড়ে সংসারেই মন দিয়েছিলেন অভিনেত্রী। মায়াকুমারী, কানন কুমারের সেই গল্প নিয়েই তৈরি হয়েছে পরিচালক অরিন্দম শীলের এই ছবি। এই সমস্ত গল্পই ফুটে উঠবে ছবির পর্দায়।