Mekhla Dasgupta Marriage: ৮ বছরের সম্পর্কে সিলমোহর, সাত পাকে বাঁধা পড়লেন মেখলা-অর্কপ্রভ
Mekhla Dasgupta Marriage: কলকাতায় বিয়ে হলেও মেখলার (Mekhla Dasgupta Weddimg) রিসেপশনের অনুষ্ঠান হবে শিলিগুড়িতে। সেখানেই অর্কপ্রভ চৌধুরীর বাড়ি। অর্কপ্রভর সঙ্গে চেনা বন্ধুদের মাধ্যমেই আলাপ হয় মেখলার।
কলকাতা: সাত পাকে বাঁধা পড়লেন 'সা রে গা মা পা' খ্যাত গায়িকা মেখলা দাশগুপ্ত (Mekhla Dasgupta)। জি বাংলার গানের জনপ্রিয় রিয়েলিটি শো 'সা রে গা মা পা'-এর ২০১৬ সালের অন্যতম ফাইনালিস্ট ছিলেন মেখলা। ১ ডিসেম্বর, দীর্ঘদিনের প্রেমিক অর্কপ্রভ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেখলা। এদিন লাল রঙের লেহঙ্গা চোলি ও গয়নায় বেশ নজরকাড়া লাগছিল তাঁকে।
এদিন মেখলা - অর্কপ্রভর বিয়ের অনুষ্ঠানে চাঁদের আসর বসেছিল। হাজির ছিলেন 'সা রে গা মা পা' অনুষ্ঠানের একাধিক সহ প্রতিযোগী। নব দম্পতি শুভেচ্ছা জানাতে এসেছিলেন দুর্নিবার সাহা ও তাঁর স্ত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। এসেছিলেন গৌরব সরকার, শোভন গঙ্গোপাধ্য়ায়, অরিত্র দাশগুপ্ত প্রমুখ। এসেছিলেন সঙ্গীত পরিচালক জয় সরকারও। বন্ধুর বিয়ে থেকে একাধিক নিজস্বী, ছবি নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন গায়ক-গায়িকারা।
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram
কলকাতায় বিয়ে সারলেও মেখলার রিসেপশনের অনুষ্ঠান হবে শিলিগুড়িতে। সেখানেই অর্কপ্রভ চৌধুরীর বাড়ি। অর্কপ্রভর সঙ্গে চেনা বন্ধুদের মাধ্যমেই আলাপ হয় মেখলার। ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। প্রায় ৮ বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা।
আরও পড়ুন: Vicky-Katrina Wedding: ভিকি-ক্যাটরিনার বিয়েতে কি হাজির থাকবেন শাহরুখ খান?
সম্প্রতি জি বাংলার অপর জনপ্রিয় শো 'দিদি নং ওয়ান'-এ পরিবারের সঙ্গে হাজির হয়েছিলেন মেখলা। সেখানেই অর্কপ্রভর সঙ্গে নিজের সম্পর্কের কথা বলেন গায়িকা। তিনি এও জানান যে অর্কপ্রভ চিরকাল তাঁর স্বপ্নকে সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন।