শ্যুটিং ফ্লোরে মার্সম্যালো খেতে ব্যস্ত মৈনাক, মিমি! মজার ভিডিও শেয়ার করলেন নায়িকা
হঠাৎই ফ্লোরে এক বাক্স মার্সম্যালো ক্যান্ডি নিয়ে হাজির ছবির নায়িকা! সেটে হাজির খুদে শিল্পীর মন নেই মার্সম্যালোর দিকে।
কলকাতা: জোরকদমে চলছে শ্যুটিং। ফ্লোরে তৈরি হচ্ছে লাইটস। ব্যস্ত হয়ে সেই সবকিছুর তদারকি করছেন পরিচালক। হঠাৎই ফ্লোরে এক বাক্স মার্সম্যালো ক্যান্ডি নিয়ে হাজির ছবির নায়িকা! সেটে হাজির খুদে শিল্পীর মন নেই মার্সম্যালোর দিকে। কিন্তু সেটের বড়রা মুগ্ধ ছোটদের খাবারে। নতুন ছবি 'মিনি'-র সেট থেকে সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও ভাগ করে নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এই প্রথম মৈনাক ভৌমিকের পরিচালনায় কাজ করছেন অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী। ছবির নাম 'মিনি'। বন্ধুত্বের বয়স হয় না। সমবয়সী নয়, বন্ধুত্বে বোধহয় সবচেয়ে জরুরী মনের মিল। মৈনাক ভৌমিকের পরিচালনায় এর অসমবয়সী বন্ধুত্বের গল্প বলতে পর্দায় আসছেন মিমি চক্রবর্তী। আর এই ছবির হাত ধরেই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রযোজনার দুনিয়ায় পা রাখছেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি ও রাহুল ভাঞ্জা।
শ্যুটিং ফ্লোরের টুকরো টুকরো গল্প সোশ্যাল মিডিয়া স্টোরিতে ভাগ করে নেন মিমি চক্রবর্তী। কখনও মেকআপ রুমে 'তিতলি' সাজতে ব্যস্ত তিনি। আবার কখনও শ্যুটিং ফ্লোরে মার্সম্যালো নিয়ে মজা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই সব ভিডিও ভাগ করে নেন মিমি। সম্প্রতি দেখা যাচ্ছে, একটি মার্সম্যালো ক্যান্ডির প্যাকেট নিয়ে সেটে ঘুরছেন মিমি। সবাইকেই দিচ্ছেন। অথচ সেই মার্সম্যালো খেতে রাজি নয়, সেটের সবচেয়ে খুদে সদস্যটি। অয়না চট্টোপাধ্যায়। অথচ সেই মার্সম্যালো মজা করে খাচ্ছেন পরিচালক মৈনাক থেকে শুরু করে খোদ মিমি পর্যন্ত। ভিডিও শেয়ার করে মিমি লিখেছেন, 'যখন বাচ্চারা বাচ্চাদের মত ব্যবহার করে না কিন্তু আমরা বাচ্চা হয়ে যাই।'
অন্যদিকে, মৈনাক ভৌমিক পরিচালিত নতুন ছবি 'মিনি'-র সৌজন্যে প্রথমবার বড়পর্দায় পা রাখছেন রুদ্রজিৎ মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় 'মিনি'-র চিত্রনাট্য নিয়ে একটি ছবিও পোস্ট করেছিলেন রুদ্রজিৎ। কেমন ছিল প্রথমদিন শ্যুটিংয়ের অভিজ্ঞতা? উচ্ছসিত রুদ্রজিৎ বলছেন, 'এতদিন ছোটপর্দায় কাজ করেছি। বড়পর্দায় আমার প্রথম ছবি, প্রথম শট। কিন্তু বেশি ভাবলে ফ্লোরে নার্ভাস হয়ে পড়ব। আমি শট নিয়ে কিছু ভাবিনি। বরং শটে যাওয়ার আগে ক্যান্ডি ক্রাশ খেলছিলাম মোবাইলে। আমার কোনও সমস্যাই হয়নি। আজ ফ্লোরেই মৈনাকদার সঙ্গে প্রথম আলাপ হল। উনি একজন ভালো পরিচালক, তার চেয়েও বেশি একজন ভালো মানুষ। প্রথমদিন কাজ করেই একটা সহজ ব্যাপার তৈরি হয়ে গিয়েছে।'