Mimi Chakraborty: মানুষ বাংলা ছবির জন্য হলে যেতে চান না, অথচ আমি ইংরেজি বললেই ট্রোলিং শুরু
Mimi Chakraborty News: মিমি বলেন, 'বাংলায় আমার এই অভিজ্ঞতাও হয়েছে যে দর্শক এসে আমায় বলেছেন, 'আমি তো বাংলা ছবি দেখি না। কিন্তু একটা ছবি তুলব।'
কলকাতা: ছবি মুক্তির আগেরদিন সকালবেলাই কলকাতায় হাজির শাকিব খান (Shakib Khan)। তবে 'দুষ্টু কোকিল'-এর সঙ্গে দেখা হল সাংবাদিক সম্মেলনের আগেই। বাংলাদেশের পরে, আজ ভারতে মুক্তি পাচ্ছে 'তুফান' (Toofan)। আর তার আগেই, শাকিব খানের পাশে বসে, বাংলাকে ভালবাসার, বাংলা ছবিকে ভালবাসার কথা বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। উঠে এসে সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের কথাও।
আজ কলকাতার পাশাপাশি গোটা দেশেই মুক্তি পাচ্ছে 'তুফান'। বাংলাদেশে এই ছবি ভাল ফল করার পরে ভারতেও 'তুফান'-এর ফলাফল নিয়ে আশাবাদী পরিচালক-প্রযোজকেরা। তবে সাংবাদিক সম্মেলনে বারে বারে শাকিব থেকে মিমির কথায় উঠে এল, বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা। শুধু তাই নয়, মিমির কথায় প্রকাশ পেল বাংলা ছবির দর্শকদের নিয়ে ক্ষোভও। শাকিব যখন বাংলা ছবির পাশে দাঁড়ানোর কথা বলছিলেন, তখন মিমি বলেন, 'বাংলাদেশের মানুষেরা সত্যিই বাংলা ছবি দেখেন শো হাউজ়ফুল করে। কিন্তু এটা একমাত্র কলকাতায় হয় যে মানুষ বাংলায় থেকেও হিন্দি বা ইংরাজি ছবি বেশী দেখেন। এখানেই একমাত্র দেখেছি একসঙ্গে বাংলা আর হিন্দি ছবি মুক্তি পেলে বাংলার চেয়ে হিন্দি ছবির কালেকশন বেশি হয়। অদ্ভুত এই বিষয়টা কিন্তু অন্য কোথাও হয় না।'
এদিন মিমি আরও বলেন, 'বাংলায় আমার এই অভিজ্ঞতাও হয়েছে যে দর্শক এসে আমায় বলেছেন, 'আমি তো বাংলা ছবি দেখি না। কিন্তু একটা ছবি তুলব।' এই অভিজ্ঞতা বাইরে কখনও হয়নি। দক্ষিণের ছবি আজ গোটা বিশ্ব জুড়ে ব্যবসা করছে দক্ষিণের লোকেদের জন্যই। ওরা দল বেঁধে সিনেমা দেখতে যায়। আমি যদি কোনও সাক্ষাৎকারে একটা লাইন ও ইংরাজি বা হিন্দিতে বলে দিই, কমেন্টবক্সে গিয়ে অনেকে লেখেন, 'বাংলায় কথা বলতে এত কষ্ট'! ট্রোলড হতে হয়। আমি এই সমস্ত মানুষদের বলব, কমেন্টবক্সে বাংলাকে ভাল না বেশে, হলে গিয়ে বাংলা ছবিকে ভালবাসুন। আমি জানি বিষয়টা একটু গুরুগম্ভীর হয়ে গেল, কিন্তু এই কথাগুলো বলার দরকার ছিল আমার। '
View this post on Instagram
আরও পড়ুন: Anubhav-Vidya Balan: এবার হিন্দি ছবিতে অনুভব কাঞ্জিলাল, থাকতে পারেন বিদ্যা বালন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।