(Source: ECI | ABP NEWS)
New Bengali Film: ভূত আর বিনোদন একই ফ্রেমে! ভূত চতুর্দশীতে সোহম, মিমি, বনি, স্বস্তিকাকে দেখে অবাক অনুরাগীরা
Windows New Film: ক্রিসমাসে আসছে, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনায় তৈরি নতুন সিনেমা, 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'

কলকাতা: ভূত চতুর্দশীতে নাকি ভূত আসে বাঙালির ঘরে? আর সেই ভূতটা আটকাতেই নাকি দেওয়া হয় ১৪ প্রদীপ? খাওয়া হয় ১৪ শাক? সে যাই হোক, মোট কথা, ভূত চতুর্দশী মানেই একটা ভৌতিক আবহ থাকে বাঙালির মনে। আর সেই কথা মাথায় রেখেই, ভূত চতুর্দশীর দিন নতুন সিনেমা 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর প্রথম ঝলক প্রকাশ্যে আনল উইন্ডোজ প্রযোজনা সংস্থা। ক্রিসমাসে আসছে, অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের প্রযোজনায় তৈরি নতুন সিনেমা, 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'। চিত্রনাট্য ও সংলাপ, জিনিয়া সেন আর গোধূলি শর্মা।
এই সিনেমার মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) আর সোহম মজুমদারকে (Soham Majumder)। জুটি হিসেবে পর্দায় দেখা যাবে তাঁদের। তাঁরা যদি নতুন জুটি হিসেবে চমক হন, তবে অন্য চমক অবশ্যই বনি সেনগুপ্ত (Bonny Sengupta) আর স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন, কাঞ্চন মল্লিক (Kanchan Mullick), মানসী সিংহ (Manashi Singha), ও অনামিকা সাহা (Anamika Saha)। ছবিতে যে পোস্টার রয়েছে, সেখানে আলাদাভাবে চমক রাখছেন, কাঞ্চন মল্লিক। তাঁর লুকে আলাদাভাবে চমক রয়েছে।
মিমি চক্রবর্তী আর স্বস্তিকা দত্তকে দেখা গেল একেবারে বলরুমের ডান্সফ্লোরের পোশাকে। এই পোস্টার যেন ইঙ্গিত দিচ্ছে, ছবিটি একদিকে যেমন ভৌতিক হতে চলেছে, তেমনই হতে চলেছে বিনোদনমূলক ও। পোস্টারে এই ২ জুটিকে দেখা যাচ্ছে, ট্যাঙ্গো নাচের ভূমিকায়। এই ছবি নিয়ে পরিচালক বলছেন, 'ভানুপ্রিয়া ভূতের হোটেল এমন একটা ছবি যেখানে আমরা ভয় আর বুদ্ধিদীপ্ত ভাবনাকে একসঙ্গে আনতে চলেছি। আন্তরিকতা থেকে শুরু করে হাসি, মজা, আবার একটু ভয়.. সবই রয়েছে এই ছবিতে। উইন্ডোজ প্রযোজনা সংস্থাকে অনেক ধন্যবাদ আমায় এই ছবিটা করার সুযোগ দেওয়ার জন্য।'
এই ছবি নিয়ে জিনিয়া সেন বলছেন, 'জুন মাসের শেষের দিকে আমরা কালিম্পং গিয়েছিলাম। আমি, শিবপ্রসাদ আর নন্দিতাদি। সেই সময়ে আমি একা একা হাঁটতে বেরোতাম। খালি করিডোর দিয়ে হেঁটে বেরাতাম। সেই হালকা আলোয় আমার মনে হত, এখানে যাঁরা রয়েছেন, সবাই মানুষ তো? আর সেই হোটেলে থাকাকালীনই আমার মাথায় প্রথম 'ভানুপ্রিয়া ভূতের হোটেল'-এর ভাবনা আসে। আমি যখন শিবপ্রসাদ, নন্দিতাদি আর অরিত্রকে গল্পটা বলি, তখন ওঁদের বিষয়টা পছন্দ হয়। সেই থেকেই শুরু হয় পরিকল্পনা।'
View this post on Instagram























