এক্সপ্লোর
স্বাধীনতার দিন ধর্ষিতা নাবালিকা: এখন মেয়ে হলেই আতঙ্ক, 'বেটি বাঁচাও' ব্যর্থ, মোদীকে অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে চণ্ডীগড়ের রাস্তায় ধর্ষণের শিকার নাবালিকা। এই খবর জানার পর নিজের উদ্বেগ চেপে রাখতে পারলেন না অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠি। টুইটারে সরাসরি মোদীকে ছোটপর্দার অভিনেত্রীর টুইট, এখন কন্যা সন্তান জন্মালেই আতঙ্কে থাকব। পুত্র সন্তান না চাইলেও, এই নরকে কন্যা সন্তানকেও টেনে আনতে চান না তিনি। তারপরই তিনি মোদীকে টুইটে প্রশ্ন করেন, স্বাধীনতার দিন এধরনের ঘটনায় কি ধাক্কা খেল না তাঁর বেটি বাঁচাও প্রকল্প? প্রসঙ্গত, মঙ্গলবার নিজের স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাড়ি ফিরছিল নাবালিকা। তাকে চণ্ডীগড়ের সেক্টর-২৩-র চিলড্রেনস ট্র্যাফিক পার্কে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। মেয়েটি সেখানকার একটি সরকারি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। এই ঘটনায় আতঙ্কিত দিব্যাঙ্কা মোদীকে টুইটে বলেন
তারপর তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেন, তাঁরা যেন সম্মিলত ভাবে মহিলাদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করে। এরপর হতাশ দিব্যাঙ্কার মন্তব্য, ‘কীসের জন্যে আমরা ভোট দিই, কেন ভোট দিই? স্বাধীনতার ৭০ বছর পরও মহিলারা বাস্তবে স্বাধীন নন। সমস্ত রাজনৈতিক দল তাদের মধ্যে থাকা সব বিরোধকে সরিয়ে রেখে যেন মহিলাদের নিরাপত্তার দিকে এবার নজর দেয়, আর্জি দিব্যাঙ্কার। সময় এসে গেছে। ওয়েক আপ নাও, সমস্ত মহিলাই নিরাপত্তা দাবি করেন’।
তারপর তিনি ধর্ষণকারীদের কড়া শাস্তির দাবি চেয়ে এই টুইট করেন,क्या बेटी बचाओ? अब बेटी को बचाओ। बेटे की चाहत नहीं,पर अब डरती हूँ बेटी पैदा करने से। क्या कहूँगी,क्यूँ उसे स्वर्ग से नर्क की दहशत में धकेला?
— Divyanka T Dahiya (@Divyanka_T) August 16, 2017
তারপর তিনি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন করেন, তাঁরা যেন সম্মিলত ভাবে মহিলাদের সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবনাচিন্তা করে। এরপর হতাশ দিব্যাঙ্কার মন্তব্য, ‘কীসের জন্যে আমরা ভোট দিই, কেন ভোট দিই? স্বাধীনতার ৭০ বছর পরও মহিলারা বাস্তবে স্বাধীন নন। সমস্ত রাজনৈতিক দল তাদের মধ্যে থাকা সব বিরোধকে সরিয়ে রেখে যেন মহিলাদের নিরাপত্তার দিকে এবার নজর দেয়, আর্জি দিব্যাঙ্কার। সময় এসে গেছে। ওয়েক আপ নাও, সমস্ত মহিলাই নিরাপত্তা দাবি করেন’। Women must stop voting for any party as they are so unimportant for this nation! It's a 'No Woman's Land' or a #RapistsParadise we live in! — Divyanka T Dahiya (@Divyanka_T) August 16, 2017
For what must we vote? 70 years of independence hasn't set us free! All parties must WAKE UP NOW! Every woman deserves security! https://t.co/ozvAboOsob — Divyanka T Dahiya (@Divyanka_T) August 16, 2017
We live in fear & criminals live fearlessly! I can teach my daughter great values but in such a scenario can't promise her a free life! https://t.co/CYN2OK5C3m — Divyanka T Dahiya (@Divyanka_T) August 16, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















