Miss Universe 2021: 'মিস ইউনিভার্স'-এর মুকুটে ১১৭০ রত্নের সমাহার, বিস্তারিত জানুন
Miss Universe 2021: ছবি দেখেই স্পষ্ট সুস্মিতা সেন বা লারা দত্তের থেকে হরনাজের মুকুট অনেকটাই আলাদা। ২০১৯ সালে, মিস ইউনিভার্স সংস্থার তরফে মওয়াবাদ জুয়েলারিকে মুকুট ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়।
নয়াদিল্লি: ভারতের হরনাজ কৌর সান্ধু (Harnaaz Kaur Sandhu) এই বছরের 'মিস ইউনিভার্স'-এর (Miss Universe 2021) শিরোপা জিতলেন। ২১ বছর পর ফের দেশে ফিরল সেই মুকুট। এমনকী হরনাজের বয়সও এখন ২১ বছর। তিনি পঞ্জাবের কন্যা। এই নিয়ে তৃতীয়বার ভারতে এল 'মিস ইউনিভার্স'-এর মুকুট।
তবে এই সমস্ত তথ্য তো এতদিনে সকলেরই জানা হয়ে গেছে। এবার সাধারণ মানুষ উৎসাহী সেই হিরের মুকুট সম্পর্কে জানতে। 'মিস ইউনিভার্স'কে হিরে খচিত মুকুট পরানো হয় এবং সেই সঙ্গে পুরস্কার স্বরূপ অর্থ ও অন্যান্য সুবিধা দেওয়া হয়। 'মিস ইউনিভার্স ২০২০' অ্যান্ড্রিয়া মেজা এদিন হিরের সুদৃশ্য টিয়ারা হরনাজের মাথায় পরিয়ে দেন। কিন্তু সেই মুকুটের দাম, তাতে বসানো হিরের দাম বা কত টাকা দেওয়া হল পুরস্কার হিসেবে, জানেন?
মুকুটের ডিজাইনার (Crown Designer):
ছবি দেখেই স্পষ্ট যেমন মুকুট সুস্মিতা সেন বা লারা দত্ত পরেছিলেন তার থেকে হরনাজের মুকুট অনেকটাই আলাদা। একাধিকবার এই মুকুটের ডিজাইনে বদল ঘটেছে। ২০১৯ সালে, মিস ইউনিভার্স সংস্থার তরফে মওয়াবাদ জুয়েলারিকে মুকুট ডিজাইনের দায়িত্ব দেওয়া হয়। এরপর তাঁরা 'মওয়াবাদ পাওয়ার অফ ইউনিটি ক্রাউন' তৈরি করে।
মুকুটের দাম (Crown Price):
এই মুকুটের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় সেই মূল্য হয়ে দাঁড়ায় ৩৭ কোটি ৮৭ লক্ষ ৯০ হাজার অর্থাৎ ৩৭ কোটিরও বেশি। সূত্রের খবর, এটিই এখন বিশ্বের সর্বোচ্চ দামী মুকুট।
আরও পড়ুন: IIFA 2022: 'আইফা অ্যাওয়ার্ডস' এবার আবু ধাবিতে, সঞ্চালনায় কে?
মুকুটের বৈশিষ্ট্য (Crown Features):
হরনাজের মাথায় ওঠা ওই মুকুটে ১৮ ক্যারাট সোনা, ১৭৭০টি হিরে এবং মাঝখানে শিল্ড-কাট গোল্ডেন ক্যানারি ডায়মন্ড রয়েছে যার ওজন ৬২.৮৩ ক্যারাট। মুকুটের মাঝের ডিজাইন পৃথিবীর ৭টি মহাদেশের প্রতীক। প্রকৃতি, ক্ষমতা, সৌন্দর্য্য, নারীত্ব ও একতা থেকে অনুপ্রাণিত হয়ে এই মুকুট তৈরি হয়।
পুরস্কার পাওয়া অর্থ মূল্য (Miss Universe Winner's Prize Money):
মিস ইউনিভার্স সংস্থা কখনওই অর্থ মূল্য কত তা প্রকাশ্যে আনে না। যদিও বলা হয় লক্ষের ঘরেই পুরস্কার দেওয়া হয়। এছাড়া এক বছরের জন্য বিজয়ীকে নিউ ইয়র্কের মিস ইউনিভার্স অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ দেওয়া হয়। এই অ্যাপার্টমেন্ট অবশ্য 'মিস ইউএসএ'-এর সঙ্গে ভাগ করে থাকতে হয়। প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিসপত্র, দেওয়া হয় মিস ইউনিভার্স সংস্থার তরফে দেওয়া হয়।
মিস ইউনিভার্সকে দেওয়া সুযোগ সুবিধা, তাঁর দায়িত্ব (Facilities provided to Miss Universe and Miss Universe's responsibility):
বিজয়ীকে একজন সহকারী ও মেকআপ আর্টিস্ট দেওয়া হয়। মেকআপ, চুলের নানা সরঞ্জাম, জুতো, পোশাক, গয়না, ত্বকের যত্ন নেওয়ার প্রসাধনী সকল কিছুর খরচ সংস্থা বহন করে এই একটা বছর। মডেলিংয়ের পোর্টফোলিও তৈরি করার জন্য সেরা চিত্রগ্রাহক দেওয়া হয় তাঁদের। এছাড়া প্রোফেশনাল স্টাইলিস্ট, পুষ্টিবিদ, ত্বকের ডাক্তার ও ডেন্টাল সার্ভিস দেওয়া হয়। এছাড়া এক্সক্লুসিভ পার্টি, ইভেন্ট, প্রিমিয়ার, স্ক্রিনিং ও কাস্টিংয়ে তাঁকে প্রবেশাধিকার দেওয়া হয়। ভ্রমণ ও সেখানে গিয়ে থাকার খরচ দেওয়া হয় সংস্থার তরফে। এমনকী গোটা বিশ্ব ভ্রমণের সুযোগও দেওয়া হয়।
এই সমস্ত বিলাসিতার সুযোগ দেওয়া হয় মিস ইউনিভার্সকে। কিন্তু তার বদলে বড় দায়িত্ব থাকে বিজয়ীর। তাঁকে 'মিস ইউনিভার্স অর্গানাইজেশন'-এর চিফ অ্যাম্বাসাডার হিসেবে এই সমস্ত ইভেন্ট, পার্টি, সমাজমূলক কাজ বা সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে হয়।