IIFA 2022: 'আইফা অ্যাওয়ার্ডস' এবার আবু ধাবিতে, সঞ্চালনায় কে?
IIFA 2022: জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বছর আবু ধাবির ইয়াস আইল্যান্ডের এটিহাড অ্যারেনায় (Etihad Arena on Yas Island, Abu Dhabi) অনুষ্ঠিত হবে। তারিখ ১৯ মার্চ, ২০২২।
নয়াদিল্লি: আগামী বছর আবু ধাবিতে অনুষ্ঠিত হতে চলা 'ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস' (IIFA Awards)-এর সঞ্চালনা করবেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। জনপ্রিয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বছর আবু ধাবির ইয়াস আইল্যান্ডের এটিহাড অ্যারেনায় (Etihad Arena on Yas Island, Abu Dhabi) অনুষ্ঠিত হবে। তারিখ ১৯ মার্চ, ২০২২। 'আইফা অ্যাওয়ার্ডস'-এর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করে জানানো হয়।
'আইফা অ্যাওয়ার্ডস ২০২২' অনুষ্ঠানের তারিখ প্রকাশ্যে (IIFA Awards 2022 Date Revealed)
একাধিক বলিউড তারকাকে আবু ধাবির উদ্দেশে উড়ে যেতে দেখা যাবে কারণ আগামী ১৯ মার্চ, ২০২২ সালে সেখানেই অনুষ্ঠিত হতে চলেছে 'আইফা অ্যাওয়ার্ডস'। আসল অনুষ্ঠানের আগেই ১৮ মার্চ উদ্যোক্তারা 'আইফা উইকেন্ড' (IIFA Weekend)-এর আয়োজন করবেন।
এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংস্থার তরফে জানানো হয়, 'জরুরী ঘোষণা। ভারতীয় সিনেমার সবচেয়ে বড় অনুষ্ঠানের ২২তম পর্ব - আইফা অ্যাওয়ার্ডস ২০২২ - ১৮ ও ১৯ মার্চ ২০২২ সালে আবু ধাবির ইয়াস আইল্যান্ডে অনুষ্ঠিত হওয়ার জন্য তৈরি। আমরা তো সকলে তৈরি। আপনারা তৈরি তো?' এই চোখ ধাঁধানো অনুষ্ঠানটি এই প্রথমবার সংযুক্ত আরব আমিরশাহীতে হবে।
Important Announcement 🗣📣
— IIFA (@IIFA) December 14, 2021
The 22nd edition of the biggest celebration of Indian cinema - IIFA Awards 2022 - is all set to be held on Yas Island, Abu Dhabi on March 18th and 19th, 2022! ✨🤩
We are ready...are you?#IIFA2022 #YasIsland #InAbuDhabi #NEXA #CreateInspire pic.twitter.com/ZnzVJR4FdG
আরও পড়ুন: Ankita Lokhande Wedding: সাত পাকে বাঁধা পড়লেন অঙ্কিতা লোখান্ডে-ভিকি জৈন, রইল চোখ ধাঁধানো ছবি
সলমন খান 'আইফা অ্যাওয়ার্ডস ২০২২' সম্পর্কে কী বললেন? (Salman Opens Up On Hosting IIFA Awards 2022)
'বজরঙ্গী ভাইজান' অভিনেতা এদিন নিজের উৎসাহ প্রকাশ করেন। তিনি বলেন, 'আমি সবসময় "আইফা অ্যাওয়ার্ডস"-এর অংশ হতে পেরে আনন্দ পাই এবং অবশ্যই বাইরে দুর্দান্ত স্থানে যেতে পারি। তবে এই বছর আমার ব্যক্তিগত পছন্দের একটা জায়গায় যেতে পেরে প্রচণ্ড আনন্দিত আমি। "আইফা" সর্বদাই খুব স্মরণীয় হতে থাকে তবে এই বছর তা আরও বড় মাত্রায় হবে কারণ এবার ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং আরব আমিরশাহীর ৫০তম বর্ষ।'
Excitement level 💯
— IIFA (@IIFA) December 14, 2021
Everyone’s favourite Bhai from Bollywood is coming to Yas Island to host IIFA 2022! 🤩#IIFA2022 #YasIsland #InAbuDhabi #NEXA #CreateInspire pic.twitter.com/Sd7zcbuOmF
অন্যদিকে কাজের ক্ষেত্রে, ভাইজানকে শেষ দেখা গিয়েছিল 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে। ২৬ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ছবিতে অভিনয় করেছিলেন তাঁর ভগ্নীপতি আয়ুষ শর্মাও। আপাতত সলমন ব্যস্ত 'বিগ বস ১৫'-এর সঞ্চালনায়। এছাড়া তাঁর 'টাইগার ৩', 'কভি ইদ কভি দিওয়ালী' মুক্তির অপেক্ষায়।